বাংলাদেশে করোনা ভ্যাকসিন আসলে যে ১০টি দৃশ্য শিওর দেখতে পাবেন

১৩০৫ পঠিত ... ১৭:২১, জানুয়ারি ২০, ২০২১

খুব দ্রুতই দেশে চলে আসবে করোনার টিকা (অন্তত কর্তৃপক্ষ তো তাই কইতেছে!)। যেকোনো কিছু বাংলাদেশে আসলে কী ঘটে, সেসবের অভিজ্ঞতা তো কম বেশি সবারই আছে। আর এ তো যেনতেন জিনিস নয়, সারা পৃথিবীকে থামিয়ে রাখা ভাইরাসের ভ্যাকসিন! দেশে করোনা ভ্যাকসিন আসার পর কী কী সম্ভাব্য ঘটনা ঘটতে পারে, পূর্ব-অভিজ্ঞতার আলোকে সেসব ভেবেছেন সোলাইমান কবির অনিকনাজমুল হক


১# গাড়িতে মাইক লাগিয়ে রাস্তায় রাস্তায় করোনা ভ্যাকসিন বিক্রি করা হবে। কান না পাতলেও শুনতে পাবেন 'আসুন আমাদের গাড়ির নিকট, দেখুন আমাদের করোনা ভ্যাকসিনগুলো। প্রতিদিনের মাস্কের যন্ত্রনা, আর না আর না।'

২# ভ্যাকসিন পাওয়া যাবে গুলিস্থান গোলাপ শাহ মাজারের সামনেও। শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্যে ১১শ টাকার করোনা ভ্যাকসিন মাত্র ১০০ টাকায়।

৩# ব্যবসা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকাশনীও ভ্যাকসিন বের করে ফেলতে পারে। ফেব্রুয়ারি মাসে বিভিন্ন প্রকাশনীর পেজে হয়তো ফেসবুক পোস্ট দেখতে পাবেন- লাল কমলা ও নীল এই তিন কালারে করোনা ভ্যাকসিন কেবল আমরাই দিচ্ছি।

৪# কলিকাতা হারবালের ভ্যাকসিন পাওয়া যাবে দ্রুতই। শহরের দেয়ালে দেয়ালে পোস্টার থাকবে। নয় ৪ ডোজের যন্ত্রণা, আমাদের এক ফাইলই যথেষ্ট। এক ফাইলের পর করোনা মুখে মধ্যে আইসা কাশলেও আক্রান্ত হবেন না।

৫# পাবলিক বাসের হকাররা বিক্রি করবে ভ্যাকসিন- একটি আলুর চামড়া ছাড়ানোর মেশিন, একটি কাটা চামুচ, ১ জোড়া লুচনির সাথে পাচ্ছেন ফাইজারের একটি করোনা ভ্যাকসিন। বাইরে থেকে কিনলে আপনার কাছ থেকে সবগুলোর দাম নিবে ৩ হাজার টাকা। কিন্তু প্যাকেজের আওতায় আমরা দিচ্ছি মাত্র ১০০ টাকায়।

৬# নোয়াখালীর বেগমগঞ্জ কিংবা বরিশালের গৌরনদীতে স্বপ্নে পাওয়া ফাইজারের করোনা ভ্যাকসিন চলে আসবে দ্রুতই।

৭# অনলাইন শপগুলোও নামতে পারে ব্যবসায়। অবিশ্বাস্য ২৫০% ছাড়ে পাওয়া যাবে ভ্যাকসিন। ডেলিভারি ও পুশিং চার্জ ফ্রি দিবে অনেকেই (তবে ইভ্যালিতে অর্ডার দিলে ভ্যাকসিন আসবে পরবর্তী মহামারী ছড়ানোর পর)।

৮# গুলিস্তান জিরো পয়েন্টে পাওয়া যাবে সেকেন্ড হ্যান্ড ভ্যাকসিন। মাত্র ৩ মাস ব্যবহারিত একদম নিউ কন্ডিশনের ভ্যাকসিন পাওয়া যাবে অর্ধেক মূল্যে।

৯# রকমারি, চালডাল কিংবা স্বপ্ন, আগোরার মতো কোম্পানিগুলো হয়তো তাদের পণ্যের সাথে একডোজ করোনা ভ্যাকসিন দিয়ে দিবেন একদম ফ্রিতে।

১০# ঈদে পাওয়া যাবে করোনা ভ্যাকসিন ডিজাইনের ট্রেন্ডি জামা। এই জানা কিনা না দেওয়ায় অভিমান করে আত্মহননের খবরও আসবে মিডিয়াতে।

১৩০৫ পঠিত ... ১৭:২১, জানুয়ারি ২০, ২০২১

Top