সশস্ত্রবাহিনী যেভাবে চিনবেন: এমপিপুত্রদের জন্য ১০টি মূল্যবান পরামর্শ

৪৭১০ পঠিত ... ১৭:১৬, অক্টোবর ২৭, ২০২০

সম্প্রতি সাংসদ ও আওয়ামী বিগশট হাজী সেলিমের সুপুত্র এরফান সেলিম এক নেভি অফিসারকে বাজেভাবে মারধোর করে ধরা খেয়েছেন। কিন্তু অতীতে দেখা গেছে এমপিপুত্র ও ক্ষমতাবান পোলাপান অনেক লোককে পিটিয়েও কোনো ঝামেলায় পড়েননি। এর মানে মারধোর করার আগে লোকটা সশস্ত্রবাহিনীর কিনা আইডেন্টিফাই করা জরুরি। কিন্তু কীভাবে চিনবেন? এমপিপুত্রদের জন্য তাই আমাদের এই বিশেষ সহায়িকা!

১# অন্য কোথাও না তাকিয়ে চুলের দিকে তাকাবেন। সাধারণ তাদের চুল ছোট করে একটা নির্দিষ্ট ছাটে কাটা থাকবে। চুলে কালার করা থাকবে না।

২# তাদের ফিটনেস আপনার চেয়ে আলাদা থাকবে। সিক্সপ্যাক না থাকুক, ভূড়ি থাকার কথা না। সোজা কথা, তাদেরকে দেখতে একটু ফিটই দেখাবে।

৩# কথা বলবে ভদ্রভাবে। এমপিপুত্রদের মতো হম্বিতম্বি দেখাবে না। কথাবার্তায় বুঝবেন সে ভদ্রলোক।

৪# তাদের বাইক, গাড়ি কিংবা টি-শার্টে বাহিনীর লোগো থাকার সম্ভাবনা প্রায় ৮০%।

৫# তারা গালিগালাজ করবে না। (পুলিশ হলে ভিন্ন আলাপ)। 'ওই, আমারে চিনস, শালারপুত, খাইছি তোরে, আজকা মাইরাই ফালামু' এই টাইপ ধমক তাদের দেয়ার কথা না।

৬# এলোপাথাড়ি মারা শুরু করলে তো বেশিরভাগই পরিচয় দেয়। পরিচয় দিলেই চিনে থেমে যেতে হবে। জিনিসটাকে বাড়তে না দিয়ে ঘটনাস্থলেই মিটিয়ে ফেলা ভালো।

৭# কাউকে মারার আগে কমান্ডো, সেনা এইসব বলে চিৎকার দিয়ে টেস্ট করে নিবেন। যদি থেমে স্যালুট মারে তাহলে সে সশস্ত্রবাহিনী আর না মারলে আপনার কাজ আপনি করে যাবেন।

৮# ইংরেজি শব্দ বা বাক্য ব্যবহার করার বেশ সম্ভাবনা আছে।

৯# আপনার হম্বিতম্বি একেবারেই পাত্তা দেবে না। পাত্তা না পেয়েই ঘটনা বুঝে যায়েন প্লিজ।

১০# কেউ একটু সাহস দেখালেই বুঝে ফেলা উচিত। কারণ ক্ষমতাবান ছাড়া অন্য কেউ আপনার অন্যায়ের প্রতিবাদ করবেনা। বুঝেনই তো, ম্যাংগো পিপলের সাহস দেখানোর সুযোগই নাই আসলে...

৪৭১০ পঠিত ... ১৭:১৬, অক্টোবর ২৭, ২০২০

Top