We are not same bro : বাংলাদেশিরা বিশ্ববাসীদের সঙ্গে যে ১০টি জায়গায় সেম না

১৪২৬ পঠিত ... ২০:১৩, ডিসেম্বর ০৮, ২০১৯

ফেসবুকে খুব চলছে We are not same bro ট্রেন্ড! এই ট্রেন্ডে অনেকেই 'তুমি প্যান্ট পরো, আমি প্যান্ট খুলি, we are not same bro' গোত্রীয় স্ট্যাটাস প্রসব করছেন। সে যাই হোক, আমরাও তো আর সেম কাজ করতে পারি না, কারণ we are not same bro. আমরা একটু চিন্তাভাবনা করে দেখলাম, গোটা বাংলাদেশের লোকরাই আসলে বিশ্বের অন্য দেশের লোকেদের চেয়ে আলাদা। কোন কোন জায়গায় উই আর নট সেম ব্রো? সেটাই খুঁজে বের করেছেন eআরকির 'নট সেম' মানে ব্যতিক্রমধর্মী আইডিয়াবাজদের দল।

১#
ওরা একেকটা বালিশ কেনে মাত্র কয়েক ডলারে।
আমরা একটা বালিশ দোতলায় উঠাতেই খরচ করি ৫ হাজার টাকা।

২#
ওরা চিপসের খোলা, পানির বোতলসহ যাবতীয় নোংরা জিনিস ডাস্টবিনে ফেলে।
আমরা সবকিছুই আমাদের বাড়ির সামনে আর রাস্তায় ফেলি।

৩#
ওরা ফুটপাত দিয়ে হাটাহাটি করে।
আমরা ফুটপাতে গাড়ি চালাই।

৪#
ওদের দেশে কোনো মেয়ে ধর্ষণের শিকার হলে ওরা ধর্ষকের বিচার চায়।
আমরা সেই মেয়ের চরিত্র আর জামাকাপড় নিয়ে বিচার-বিশ্লেষণ করি।

৫#
ওরা রাস্তাঘাটে প্রসাব পেলে পাবলিক টয়লেট ইউজ করে।
আমরা রাস্তার পাশে প্রসাব করতেই বেশি পছন্দ করি।

৬#
ওরা ওদের বাচ্চাদের নিজের পছন্দমতো ক্যারিয়ার গঠন করতে দেয়।
আমরা জোর করে তাদের ওপর আমাদের ইচ্ছা চাপিয়ে দিয়ে তাদের জীবন নষ্ট করি।

৭#
ওরা লেখাপড়া করে কিছু শেখার জন্য, জানার জন্য, নিজেকে গড়ে তোলার জন্য।
আমরা শেখাটেখার ধার ধারি না। আমাদের সার্টিফিকেট হলেই চলে।

৮#
ওরা চাকরি দেয় যোগ্যতা দেখে।
আমরা টাকা নিয়ে চাকরি দিতেই বেশি স্বাছ্যন্দ বোধ করি।

৯#
ওদের নেতারা দেশের জন্য কাজ করে। (আমরা শিওর না যদিও :3 )
আমাদের নেতারা নিজেদের পকেট ভারি করার ব্যস্ততায় দেশের কথা ভাবার তেমন সুযোগ পায় না। (এটা শিওর)

১০#
ওরা বিল্ডিং বানায় রড-সিমেন্ট দিয়ে৷
আমরা বিল্ডিং বানাই বাশ আর কাঠ দিয়ে৷

বোনাস:
ওরা মানুষকে বিচার করে তার আচরণ, ব্যবহার আর শিক্ষা দেখে।
আমরা মানুষকে তাদের পোষাক, শরীর আর গায়ের রঙ দেখেই বিচার করি।

১৪২৬ পঠিত ... ২০:১৩, ডিসেম্বর ০৮, ২০১৯

Top