সমাবর্তনের মৌসুমে চারপাশে দেখা যায় যে ১৮ ধরনের গ্র্যাজুয়েট

১৮৭৩ পঠিত ... ১৯:১৯, ডিসেম্বর ০৮, ২০১৯

ঢাবি ক্যাম্পাসে চলছে সমাবর্তনের মৌসুম। ধুমসে চলছে গ্র্যাজুয়েটদের ফটোসেশন। বছরের এই সময়টাতে শাহবাগ কিংবা ক্যাম্পাস এলাকার আশেপাশে দেখা যায় গর্বিত গ্র্যাজুয়েটদের গর্বিত পদচারণা। নিউজফিডও কাঁপছে গ্র্যাজুয়েশনের উৎসবে মেতে ওঠা রঙবেরঙের ছবিতে। একই পোশাকে সবাই, অথচ সবাই কিন্তু 'নট সেম ব্রো'! ছবির তোলার ফাঁকে কিংবা ছবি দেখার ফাঁকে জেনে নিন, সমাবর্তনে কত 'কিসিমের' গ্র‍্যাজুয়েট দেখা যায়।

 

১# হ্যাশট্যাগ কৃতজ্ঞতা গ্র‍্যাজুয়েট

আকাশের তারা গুনে শেষ করতে পারবেন, কিন্তু এদের ফেসবুকের প্রতিটা পোস্টে হ্যাশট্যাগ গুনে শেষ করতে পারবেন না। ফেসবুকে পোস্ট করা প্রতিটি ছবিতেই আকাশ-বাতাস, পাহাড়-নদীসহ মোটামুটি সবকিছুকেই ধন্যবাদ জানিয়ে হ্যাশট্যাগ দিয়ে থাকেন এই গ্র্যাজুয়েটগণ। যেমন-
#tnx_ex
#tnx_present
#tnx_future
#love_u_mom
#make_my_dreams_true_dad
#second_family_frnds
#campus_er_kutta
#campus_er_bilai
#miss_u_mamar_cayer_dokan
#kiss_u_my_graduate_cap


২# বস গ্র‍্যাজুয়েট

তিনি গ্র‍্যাজুয়েট এবং তাঁর একটি ডিএসএলআর ক্যামেরা আছে। এই মুহূর্তে তিনিই বস, সবাই তার কাছেই ধরনা দিচ্ছে টুপি ওড়ানো কিংবা হাওয়ায় ভাসা একটিমাত্র ছবির জন্য!

 

৩# পিক ফ্রিক গ্র‍্যাজুয়েট

ক্যাম্পাসের প্রতি বর্গইঞ্চি জায়গাতেই তারা ছবি তুলতে চায়। 'ইশ! এই ওয়াশরুমে কত গেছি। আয়, আয় ভেতরে গিয়ে একটা পিক তুলি।'

 

৪# 'ম্যাচিউর' গ্র‍্যাজুয়েট

'কনভোকেশন, তাই বলে এত ছবির তোলার কী আছে? এখনো পোলাপাইন ম্যাচিউরড হইলো না! যত্তসব আজাইরা!'

 

৫# আমলা গ্র‍্যাজুয়েট

বন্ধু-বান্ধবের সাথে তাদের ছবি কম থাকে। তাদের ছবি থাকে ভিসির সাথে, ডিপার্টমেন্টের প্রফেসরের সাথে, রাজনৈতিক বড় বড় নেতাদের সাথে... রাষ্ট্রপতি ভাষণ দিতে আসলে দেখবেন কেমনে কেমনে জানি রাষ্ট্রপতির সাথেও ছবি তুলে ফেলেছে...

 

৬# স্মৃতির অতলে হারিয়ে যাওয়া গ্র্যাজুয়েট

উনারা ক্ল্যাসিক ঘরানার গ্র‍্যাজুয়েট। পোশাক-পরিচ্ছদের স্টাইল যেন উত্তম-সুচিত্রা সেন আমলের। আর পরিবারের কেউ যদি এর আগে যদি সমাবর্তন নিয়ে থাকে তাহলে তো কথাই নেই। দাদা-দাদী ওই আমলে কোন জায়গায় ছবি তুলেছিল আগে সেটা খুঁজে বের করে সেখানে ছবি তুলতেই হবে (এইখানে তোর দাদীর কনভোর ছবি, এই গাছটার তলে)! এরপর সেই দাদা-দাদীর ছবির সাথে নিজেরটা কোলাজ করে ফেসবুকে পোস্ট করতে হবে না?

 

৭# সুযোগসন্ধানী গ্র‍্যাজুয়েট

ক্যাম্পাসে চুটিয়ে প্রেম করেছে। দুজনের অভিভাবক সমাবর্তনে আসবে। সুন্দর সুন্দর ছবি তোলা হচ্ছে। কথা হচ্ছে। ভাব জমছে। আর এদিকে কপোত-কপোতী দুজন মুচকি মুচকি হাসছে। এক ঢিলে দুই পাখি মারা হয়ে গেল যে...

 

৮# ক্রিয়েটিভ গ্র‍্যাজুয়েট

তারা তক্কেতক্কে থাকে, কোন পোজটা পাবলিক খাবে, ভাইরাল হবে। এটাই তাদের কনভোকেশন।

 

৯# বেচারা গ্র‍্যাজুয়েট

'নিব, নাকি নিব না?' করতে করতে শেষ পর্যন্ত তারা সমাবর্তন নেয়। নাই নিজের ক্যামেরা, নাই ক্যামেরাওয়ালা বন্ধুর সাথে ভালো লিংক-লবিং। ছবির তোলার জন্য একবার এদিকে দৌড়ায়, একবার ওদিকে দৌড়ায়!

 

১০# 'তুমি আমি দুজনে' গ্র‍্যাজুয়েট

তাঁরা দুনিয়ায় থাকে না। ছেলের কাঁধে ক্যামেরা। মেয়ে শাড়ি পরা। দুজনে হাত ধরে হাটবে। পছন্দমতো জায়গা পেলে ছবি তুলবে। বন্ধুদের সাথে দেখা হলে দুই একটা কথা বলে হারিয়ে যাবে! ফেসবুকে দেখা যাবে সমাবর্তন উপলক্ষে তাদের কাপল ফটোগ্রাফির একটা গোটা অ্যালবাম। ক্যাম্পাসে প্রেম করার সময় যে জায়গাগুলোতে তাদের ঘোরাফেরা বেশি ছিল, সেসব জায়গায় পনের-বিশটা ছবি তোলা তো মাস্ট!

 

১১# প্রায় গ্র‍্যাজুয়েট

এরা আসলে গ্র্যাজুয়েট না, মানে এখনো স্নাতক শেষ হয় নাই। কিন্তু সিনিয়রদের সাথে ছবি তুলে ক্যাপশন দিবে, 'আসছি নেক্সট টাইম! খেলা হবে!'

 

১২# ছবি ভন্ডুলকারী গ্র‍্যাজুয়েট

কে কোথায় কোন গ্রুপ ছবি তুলছে, তা খুঁজে বের করা এবং সেটা নষ্ট করাই এদের মূল লক্ষ্য। এই কাজটি না করলে তারা হয়তো কনভোকেশন আদৌ নিতেন না।

 

১৩# কামলা গ্র‍্যাজুয়েট

তারা নিজেদেরকে 'কামলা' হিসেবেই পরিচয় দেয়। ভালো ছবি তুলতে পারা ছেলেটাকেই মূলত এই কামলার কাজটি করতে হয়। বন্ধু ও বান্ধবীদের সুন্দর সুন্দর ছবি তোলা, আর্ট ডিরেকশন দেয়া, প্রোডাকশন ম্যানেজ করা, সবই তার কাজ। গ্রুপ ছবিতে তাকে খুঁজে পাওয়া যায় না।

 

১৪# ন গর্বিত গ্র‍্যাজুয়েট

'কোনোরকমে গ্র‍্যাজুয়েট হইছি। কাহিনি শেষ। খেল খতম। এরজন্য আবার এত রঙঢঙ করার মানে কী। সিজিপিএর যে অবস্থা সমাবর্তন নিয়ে সমাবর্তনটারে অপমান করতে চাই না!'

 

১৫# 'ওবায়দুল কাদের' গ্র‍্যাজুয়েট

তাদের কোনো ছবিতে অণুবীক্ষণ যন্ত্র দিয়েও ছেলে খুঁজে পাবেন না!

 

১৬# হতাশ গ্র‍্যাজুয়েট

তাদের সাথে ছবি তুলতে গেলে একটি বাণী অবশ্যই শুনবেন, 'আর ছবি তোলা! আগে বেকার আছিলাম কয়েকজন জানতো। এখন তো সার্টিফিকেটধারী বেকার!'

 

১৭# বিসিএস ফ্রিক গ্র‍্যাজুয়েট

পুরো দিন ছবি তুলবো? না। না। কাভি নেহি। এক বেলা ছবি তুলবো, আরেক বেলা বিসিএস পড়ব!

 

১৮# নস্টালজিক গ্র্যাজুয়েট

এরা আসলে অনেক আগে গ্র্যাজুয়েট হয়েছে, এবার তাদের সমাবর্তন না। কিন্তু প্রতি সমাবর্তনেই ফেসবুকে নানা রকম ছবি দেখে তারা নস্টালজিক হয়ে পড়েন এবং নিজের সমাবর্তনের ছবি পোস্ট করতে থাকেন...

১৮৭৩ পঠিত ... ১৯:১৯, ডিসেম্বর ০৮, ২০১৯

Top