আতহার আলী খানের ধারাভাষ্যে আপনাকে যে ১০টি কথা শুনতেই হবে

৭৯৩৬ পঠিত ... ১৯:১৩, সেপ্টেম্বর ১৪, ২০১৯

বাংলাদেশের ক্রিকেটে এক পরিচিত নাম আতহার আলী খান। খেলোয়াড়ি জীবনে ছিলেন বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম গুরুত্বপূর্ণ অলরাউন্ডার। ১৯৮৮ সালে ভারতের বিপক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় আতহারের। এরপর এক দশক ক্রিকেট খেলে মাত্র ১৯টি ওডিআই খেলেছিলেন। ওয়ানডে ক্যারিয়ারে তিনটি হাফ সেঞ্চুরি আছে এই স্টাইলিশ ব্যাটসম্যানে। ১৯৯০ সালে কলকাতার ইডেন গার্ডেনে শ্রীলংকার বিপক্ষে অপরাজিত ৭৮ রান করেছিলেন কোন চার ছক্কা ছাড়াই। শুরুর দিকে মিডল অর্ডারে নামতেন, পরে বাংলাদেশের হয়ে ইনিংস ওপেন করেছেন বেশ কিছুদিন। ক্যারিয়ারের শেষ ম্যাচে ভারতের বিপক্ষে ওপেনে নেমে ২২ বল খেলে শূন্য রান করেছিলেন।  

খেলা থেকে অবসরের পর একটা সময় শুরু করেন ক্রিকেট ধারাভাষ্য। তারপর থেকে কণ্ঠ দিয়েই যেন অনেক বেশি মানুষের কাছে পৌঁছে যান সাবেক এই ক্রিকেটার। কার্ডিফের ঐতিহাসিক জয় কিংবা প্রথম বাংলাওয়াশের মুহূর্তের মতো বাংলাদেশে অসংখ্য স্মরণীয় জয়ের কথা তিনি সারা বিশ্বকে শুনিয়েছেন কমেন্ট্রিবক্স থেকে। ধারাভাষ্যে প্রায় একইরকম বিশেষণ ব্যবহার করায় তাকে নিয়ে কমবেশি রসিকতাও হয়ে থাকে। তবে আন্তর্জাতিক টুর্নামেন্টগুলোয় বাংলাদেশের হয়ে কমেন্ট্রিবক্সে প্রতিনিধিত্ব করা আতহার আলী খানকে ভালোবাসেন প্রায় সব ক্রিকেটভক্ত। তারই কিছু ট্রেডমার্ক কমেন্ট্রি থাকছে eআরকির পাঠকদের জন্য। আপনি যদি নিয়মিত বাংলাদেশের খেলা দেখে থাকেন এবং আতহার আলী খানের ধারাভাষ্য শুনে থাকেন, তাহলে সবগুলোকেই মনে হবে খুব চেনা। 

#১

 

#২

 

#৩

 

#৪

 

#৫

 

#৬

 

#৭

 

#৮

 

#৯

 

#১০

এবং... 

৭৯৩৬ পঠিত ... ১৯:১৩, সেপ্টেম্বর ১৪, ২০১৯

Top