কাইয়ুম চৌধুরীর এই ১০টি ছবি যদি কথা বলে উঠতো!

২৪২৫ পঠিত ... ১৪:৫২, মার্চ ১০, ২০১৯

প্রখ্যাত চিত্রশিল্পী কাইয়ুম চৌধুরীর জন্ম ১৯৩২ সালের ৯ মার্চ ফেনীতে। বাবার বদলির চাকরির সুবাদে ঘুরে বেড়াতে হয়েছে দেশের নানান প্রান্তে। স্কুলজীবন কাটিয়েছেন চট্টগ্রাম, কুমিল্লা, নড়াইল, সন্দ্বীপ, নোয়াখালী, ফেনী এবং ফরিদপুরে। সবশেষে ময়মনসিংহে এসে ম্যাট্রিক পরীক্ষা দিয়ে শেষ হয় স্কুলজীবন। ১৭ বছর বয়সেই দেশের এতো অঞ্চল ঘুরে তিনি যে শুধু স্কুলেই পড়েছেন তাই নয়, বাংলার বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক রূপকে দেখেছিলেন একেবারে কাছ থেকে। শৈশব কৈশোরে দেখা বাংলাদেশের সেই রূপ তার মনে যে ছাপ ফেলেছিল, সেটি সম্ভবত আমৃত্যু রয়ে গিয়েছিল। তাই কাইয়ুম চৌধুরীর আঁকাআঁকির মাঝে বারবার গ্রাম-বাংলা এবং এর লোকশিল্প উঠে এসেছে।

কাইয়ুম চৌধুরী ২০১৪ সালের ৩০ নভেম্বর বেঙ্গল ক্লাসিকাল মিউজিক ফেস্টিভালে বক্তৃতা দেওয়া শেষ করে আবার ফিরে এসে বলেন ‘আমার একটি কথা বলার রয়েছে।’ কিন্তু কথাটি তার আর বলা হয়নি। সেখানে অসুস্থ হয়ে পড়লে হাসপাতালে নিয়ে যাবার সময় মৃত্যুবরণ করেন এই গুণি শিল্পী।

কাইয়ুম চৌধুরী তার দীর্ঘ জীবনে এঁকেছেন অসংখ্য কালজয়ী ছবি। তারই কিছু ছবিতে সংলাপ বসিয়ে অন্যরকমভাবে উপস্থাপন করেছে eআরকি।

 


১#

২#

৩#

৪#

৫#

৬#

৭#

৮#

৯#

১০#

২৪২৫ পঠিত ... ১৪:৫২, মার্চ ১০, ২০১৯

Top