ডাঙার সবচাইতে বিশালদেহী প্রাণীটাকে লাফঝাঁপ শেখানো নিঃসন্দেহে কঠিন একটা ব্যাপার। তার উপর চশমা চোখের কোন পড়ুয়া হাতিকে লাফালাফি শেখানোটা আরও বেশি কঠিন হবার কথা। এই কঠিন কাজটিই করে ফেলেছেন মাহফুজ রহমান। ‘eআরকি কী সব পাগলের প্রলাপ বকছে’ এমনটা ভেবে সত্যিই কোন হাতি লাফ দেওয়া শিখে ফেলল কি না, সেটা গুগল করে জানতে হবে না। বাংলাদেশি অ্যানিমেটর মাহফুজ রহমান নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেশন চলচ্চিত্র 'জাম্প'-এ একটি পড়ুয়া হাতিকে লাফঝাঁপ করতে দেখা গেছে। আর 'জাম্প'ও এক লাফে জিতে গেছে ‘জু অ্যানিমেল শর্ট অ্যানিমেশন কনটেস্ট ২০১৮’-এ পঞ্চম পুরস্কার!
এই এক মাস সময়টা নিয়ে মাহফুজ eআরকিকে বলেন ‘এক মাস আমি অফিস বাদে দুনিয়ার আর সবকিছু মিউট করে রেখেছিলাম বলতে পারেন। এমনকি ঈদের ছুটির দিনগুলোতেও আমি হাতি আর খরগোশের লম্ফঝম্ফ এঁকেছি। দিনের পর দিন ওদের লাফানোর ছবি আঁকতে দেখে আমার আশপাশের প্রায় সবাই এক সময় বলতে শুরু করল, "হাতি আর কত লাফাবে!" আমার উত্তর ছিল একটাই, "এই তো হয়ে গেছে!" অ্যানিমেশনের প্রবাদপুরুষ ওয়াল্ট ডিজনি বলেছিলেন, ‘For every laugh, there should be a tear.’ আমি সেটা পাল্টে নিজেকে বুঝিয়েছিলাম, ‘For every লাফ, there should be a ধৈর্য্যের বাঁধ!’
সব ছবি আঁকা শেষ হলে ফ্রেমগুলো জোড়া লাগিয়ে শেষ হয় কাজ। এই অ্যানিমেটর জানিয়েছেন, আঁকাআঁকির কাজ করেছেন ফটোশপ পেন ট্যাবলেট দিয়ে আর ফ্রেম জোড়া দেওয়ার কাজটা করেছেন অ্যাডোব প্রিমিয়ার প্রো-তে। আর এই কাজে তার সহযোগিতা করেছেন নবীন চলচ্চিত্র নির্মাতা মাসুদুল হক।
প্রথম কাজ নিয়ে ‘এই আনন্দিত তো এই খুঁতখুঁতে’ এমন অবস্থার ভিতর দিয়ে গিয়েছেন। তার আশা সামনে আরও ভালো কাজ উপহার দেওয়ার। আর পুরস্কার আর তার অনুপ্রেরণা এসব নিয়ে বলতে গিয়ে মাহফুজ রহমান বলেন ‘এই পুরস্কারটা আমার কাছে যতটা না পুরস্কার তারচেয়ে অনুপ্রেরণাই বেশি। ভবিষ্যতে কী করব কী করব না, সেটা নিয়ে অত ভাবি না; কিন্তু এই পুরস্কারটা আমাকে নিশ্চয়ই খোঁচাতে থাকবে—এরচেয়ে আরও ভালো কিছু বানাও দেখি!’
যুক্তরাষ্ট্রভিত্তিক অনলাইন পোর্টাল ‘অ্যানিমেশন ক্যারিয়ার রিভিউ’ আয়োজিত এই প্রতিযোগিতার ১১তম আসর বসেছিল এবার। বিশ্বের নানা প্রান্ত থেকে তরুণ অ্যানিমেটররা এই প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। নির্বাচিত ৬৫টি ছবির মধ্য থেকে যাচাই-বাছাইয়ের পর পঞ্চম পুরস্কার জিতেছে মাহফুজ রহমানের ‘জাম্প’। প্রথম হয়েছে ভিয়েতনামের ট্যাম নুগুয়েনের অ্যানিমেশন ছবি ‘দ্য ফ্রুট অব আ বাম্পি রোড’ এবং দ্বিতীয় পুরস্কার জিতেছে যুক্তরাষ্ট্রের রায়ান কেনির ‘আফটার আওয়ার এসকেপেডস’।
পিং নামক হাতি কী করে লম্ফঝম্ফ শিখলো, তা জানতে দেখে নিতে পারেন মাহফুজ রহমানের পুরস্কারজয়ী অ্যানিমেশন ফিল্ম 'জাম্প'-