ফেসবুকে এখন যে ৮টি উপায়ে নিরাপদ স্ট্যাটাস লিখতে পারেন

৪২৬৭ পঠিত ... ০৩:৩৩, আগস্ট ০৯, ২০১৮

শুধু নিরাপদ সড়ক চাইলে হবে না, নিরাপদ ফেসবুক স্ট্যাটাসও দিতে হবে। তাই ফেসবুকে স্ট্যাটাসের টপিক বাছাই করা খুবই গুরুত্বপূর্ণ। ফুল-পাখি-লতাপাতা-জীবনানন্দ দাসের পাশাপাশি বাতাবি লেবুও টপিক হিসাবে এই সময় বেশ জনপ্রিয়তা লাভ করেছে। আসুন দেখি আরো কিছু টপিক এবং স্যাম্পল।

 

১# সিঙাড়া

বাংলাদেশের জাতীয় জীবনে সিঙাড়া খাওয়ার জন্য যেমন জনপ্রিয় স্ট্যাটাসের টপিক হিসাবেও তেমন জনপ্রিয় এবং বিতর্কহীন। আওয়ামি লীগ-বিএনপি-জামাত-শিবির-আস্তিক-নাস্তিক প্রায় সকলেই সিঙ্গাড়া প্রিয়। তাই সিঙাড়া নিয়ে দিয়ে দিতে পারেন যেকোনো স্ট্যাটাস। এমনকি সিঙাড়া নিয়ে গুজবও ছড়িয়ে দিতে পারেন। যেমন- 'এই মাত্র নিজে খেয়ে দেখলাম। মিরপুর দশ নম্বরের অসাধারণ কলিজার সিঙাড়া। আপনারা সবাই আসুন, এই সিঙাড়া খেয়ে দোকানদারের পাশে দাঁড়ান।' আদতে দশ নম্বরে ভালো কোনো কলিজার সিঙারা নাই। সিঙাড়ার ব্যাপারে গুজব ছড়ালেও কেউ তেমন একটা মাইন্ড করবে না। কেউ কেউ গালি দিতে পারে, সেটা ব্যাপার না।

 

২# প্রাক্তন প্রেমিক/প্রেমিকা

স্ট্যাটাসের টপিক হিসাবে প্রাক্তন প্রেমিক-প্রেমিকাও যথেষ্ঠ জনপ্রিয় এবং বিতর্কহীন। সমাজের সকল শ্রেণীর মানুষেরই প্রাক্তন আছে তাই প্রাক্তনকে নিয়ে স্ট্যাটাস দিতে পারেন একদম কোনো চিন্তা ছাড়াই। প্রাক্তনের উপর যদি রাগ করে তার সম্পর্কে কোনো খারাপ কথাও লিখে ফেলেন, আইসিটি আইনে মামলা হওয়ার কোনো সম্ভাবনা নেই। (যদি না সে কোনো,... বোঝেনই তো!) আবার আপনার প্রাক্তন যদি আপনাকে নিয়ে বাজে কথা লেখে, সেগুলোও গুজব বলে চালিয়ে দিন...

 

৩# রোমান্টিক গানের লিরিক্স

রোমান্টিক গানের মধ্যে ইংরেজি গানের লিরিক্স পোস্ট করলে ভালো। গুগল করে যেকোনো ইংরেজি গান এর লিরিক কপি করে পোস্ট করে দিতে পারেন স্ট্যাটাস হিসাবে। শোনেন বা না শোনেন এইটা কোনো ব্যাপার না। যারা ইংরেজি গান বোঝে তারা ফিল করে, যারা বোঝে না তারাও ফিল করে যেহেতু ইংরেজি নিশ্চয়ই ভালো কিছু। আরেকটা কথা হলো, ইংরেজি গানের কোনো শত্রু নেই। তবে একেবারেই না পারলে 'বোঝে না সে বোঝে না' টাইপ বাংলা পপুলার গানগুলোর লিরিক্সও লিখে পোস্ট করতে পারেন।

 

৪# ছোটবেলা

ছোটবেলাও স্ট্যাটাসের টপিক হিসাবে খুব নিরাপদ। দল মত ধর্ম নির্বিশেষে সবাই ছোটবেলাকে মিস করে। আপনিও এই সুযোগ কাজে লাগিয়ে রাজনৈতিক এই অস্থিরতার সময়ে লিখে ফেলতে পারেন নিজের ছোটবেলা নিয়ে যেকোনো স্ট্যাটাস। যেমন – 'ছোটবেলার কথা মনে পড়লে মনে পড়ে একবার ক্লাসে গুজব ছড়িয়েছিলাম যে আজ ক্লাস টেস্ট হবে না। কিন্তু সেদিন ক্লাস টেস্ট হয়েছিলো আর সবাই
মিলে আমাকে খুব মেরেছিলো হা হা হা।'

 

৫# হুমায়ূন আহমেদের উক্তি

গুগলে হুমায়ূন আহমেদ লিখে সার্চ দিয়ে উনার যেকোনো উক্তি কপি পেস্ট করে স্ট্যাটাস দিয়ে দিতে পারেন। নিচে চাইলে উনার নাম দিতেও পারেন, নাও দিতে পারেন। এতে কেউ মাইন্ড করলেও, তার জন্য পুলিশ ধরে নিবে না এই বিষয়টা নিশ্চিত। হুমায়ূন আহমেদও মাইন্ড করবেন না, সেটাও নিশ্চিত।

৬# খোঁজাখুঁজি মূলক স্ট্যাটাস

বিভিন্ন বিষয় খোঁজাখুঁজিমূলক পোস্ট দিতে পারেন। সাথে পিক ফর অ্যাটেনশনের জন্য বাতাবি লেবু, কলমিশাক, ইলিশ মাছ, ইত্যাদির ছবিও এটাচ করে দিয়েন। যেমন – 'মালিবাগে ভালো লুঙ্গি কোথায় পাওয়া যাবে বলতে পারেন?' 'জিগাতলায় ডেটিং করার ভালো রেস্টুরেন্ট কোনটা।' কিংবা 'যাত্রাবাড়িতে দুই রুমের ফ্ল্যাট পাওয়া যাবে?' 'মিরপুরে ভালো রাস্তা কোথায় পাওয়া যাবে?'

 

৭# বাংলাদেশ ক্রিকেট দল

বাংলাদেশ ক্রিকেট দল জিতলে, হারলে, ড্র করলে কিংবা যেকোনো কিছু করলেই আপনি যা খুশি বলতে পারবেন, কেউ তাতে রাগ করে না। এমনকি খেলোয়াড়ের সঙ্গে মাঠে গিয়ে অভদ্রতা করে আসলেই কোনো সমস্যা নেই, সেখানে সামান্য স্ট্যাটাসে আর কী আসে যায়! তবে দলের সাফল্য নিয়ে পোস্ট করলে লাইক বেশি পড়বে, যেমন- 'যদি তুমি ঘুরে দাঁড়াও, তবে তুমিই বাংলাদেশ। টিটুয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়ে বাংলাদেশ দেখিয়ে দিল তারা বাংলাদেশ!'

৮# মিরপুর

মিরপুর নিয়ে দুই সময় স্ট্যাটাস দেয়া যায়। ১. বৃষ্টি হলে, ২. বৃষ্টি না হলে। সো, এই কঠিন বিপদের সময় বেশি করে মিরপুর নিয়ে স্ট্যাটাস দেয়াই সবচেয়ে নিরাপদ। স্ট্যাটাসগুলা এমন হতে পারে- 'স্বপ্নের মেট্রোরেলের কাজ চলছে। ভাবতেই ভালো লাগছে, এই মেট্রোরেলে করে একদিন শাহবাগ গিয়ে স্লোগান দিবো!'

৪২৬৭ পঠিত ... ০৩:৩৩, আগস্ট ০৯, ২০১৮

Top