রোবটকে আরও যে সব পোশাক পরানো যেতে পারে : একটি eআরকি ফ্যাশন সাজেশন

৬৭৬ পঠিত ... ২০:৫৭, নভেম্বর ২১, ২০১৭

রোবট রেস্টুরেন্টের পুরুষ রোবটকে নিয়ে আলোচনা যতটুকু হচ্ছে, তার চেয়ে বেশি হচ্ছে নারী রোবট এবং তার পরনের ওড়না নিয়ে। রেস্টুরেন্ট কর্তৃপক্ষ কোনো এক অজানা কারণে নারী রোবটটিকে পরিয়েছেন ওড়না। রোবটদের ফ্যাশনে নিশ্চয়ই ওড়না কোনো ট্রেন্ডিং বিষয় হয়ে থাকবে। কিন্তু ভাবুন, রোবটও তো মানুষ! তাদেরও তো পরার অধিকার আছে বিচিত্র সব পোশাক। রোবটটিকে আরও কী কী 'বাঙালি' কিংবা; 'বাঙালি মুসলিম' পোশাক পরানো যেতে পারে, এমনই একটি সচিত্র ফ্যাশন সাজেশন তৈরি করেছে eআরকি! 

৬৭৬ পঠিত ... ২০:৫৭, নভেম্বর ২১, ২০১৭

Top