২০২৪ সালের ঈদ সালামির নতুন নীতিমালা প্রকাশ করল ডিজিটাল সালামি নির্ধারণ কমিটি (ডিসানিক)

১১৮ পঠিত ... ১৪:১৭, এপ্রিল ১০, ২০২৪

435707667_228022430373326_6329408204058174733_n

গতকাল ডিজিটাল সালামি নির্ধারণ কমিটির সভাকক্ষে এক কাল্পনিক সভায় ১৪৪৪ হিজরি সনের সালামির হার নির্ধারণ করা হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন ডিজিটাল সালামি নির্ধারণ কমিটি (ডিসানিক)-এর সভাপতি ও কমিটি মেম্বাররা।

এই ব্যাপারে কমিটির সাধারণ সম্পাদক বলেন, ‘সালামির পরিমাণ নিয়ে প্রতিবারই বড়দের সাথে ছোটদের গ্যাঞ্জাম একদম নিয়মিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এবার তাই গ্যাঞ্জাম এড়াতে আগেভাগেই সালামির পরিমাণ কত থেকে কত পর্যন্ত হতে পারে তা নির্ধারণ করে দিয়েছে ডিসানিক।‘

জানা গেছে, এবার ঈদে বিকাশ সালামি ধার্য করা হয়েছে সর্বনিম্ন ৯৯ টাকা থেকে সর্বোচ্চ ২৫,০০০ টাকা পর্যন্ত। এবং ঈদের দিন সকাল সকাল সালামি পরিশোধ করার ব্যাপারেও জোর দেয়া হয়েছে। ঈদের সকালে পরিশোধ করতে বিলম্ব হলেও অন্তত ঈদের দিনের মধ্যে করতে হবে। ঈদের দিনের পরে সালামি দিলে সেটিকে ডোনেশন হিসেবে গণ্য করা হবে।

সভার সিদ্ধান্ত অনুযায়ী, শাড়ি বা পাঞ্জাবির মাধ্যমে সালামি আদায় করলে তা গণ্য বলে ধার্য করা হবে না, শুধুমাত্র সালামি বিকাশ করলে তা ধার্য হবে। অথবা যেকোনো উপহারের বাজারমূল্য বিকাশ করতে হবে। যাতে করে সালামি গ্রহীতা নিজ ইচ্ছানুযায়ী প্রয়োজনীয় খাতে ব্যয় করতে পারেন। কারণ, এক সমীক্ষায় দেখা গেছে, ৯৮% ঈদ গিফট সাইজে মিলে না।

সভায় আরও সিদ্ধান্ত হয়, সালামি নিয়ে এই ঈদে কোনো ধরনের কৃপণতা করা যাবে না। বেশি বেশি করে সালামি দিয়ে সবাইকে নিজের উদারতার পরিচয় দিতে হবে। ঝামেলা এড়াতে গ্রুপ সেন্ড মানি করতে হবে ও কোনো ধরনের সালামির মানি রিকোয়েস্ট ঝুলিয়ে রাখা যাবে না। সালামি রিকোয়েস্ট ঝুলিয়ে রাখলে কেউ সেলিব্রেটি হয়ে যায় না। তাছাড়া এক সমীক্ষায় দেখা গেছে, বেশি বেশি সালামি দিলে বড়দের মনও ভালো থাকে।

১১৮ পঠিত ... ১৪:১৭, এপ্রিল ১০, ২০২৪

Top