গরমের জন্য আলাদা বিছানায় ঘুমাচ্ছে কাপলরা

৪৮২ পঠিত ... ১৬:০০, এপ্রিল ১১, ২০২৩

গরমের-জন্য

তীব্র গরমে অবস্থা কাহিল ঢাকাসহ সারাদেশের মানুষের। গরম থেকে বাঁচার জন্য অনেকে অনেকরকম পদ্ধতি ব্যবহার করছেন। এদিকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে জানা গেছে, গরম থেকে বাঁচতে একসাথে ঘুমানো বন্ধ করে দিয়েছেন কাপলরা। আলাদা রুমে, আলাদা বিছানায় ঘুমাচ্ছেন তারা।

 

দেশের একাধিক কাপলের সাথে কথা বলে ঘটনার সত্যতা জানা গেছে। ধানমণ্ডির এক কাপল বিষয়টি নিয়ে জানাতে গিয়ে বলেন, ‘ওকে দেখলেই তো গরম লাগতেছে। একসাথে ঘুমানো তো পরের ব্যাপার। আমি ভাবছি, বাসাও আলাদা নেবো। গরম শেষ হলে এরপর আবার একসাথে থাকবো।‘

একই বিছানায় ঘুমালে কী সমস্যা? জানতে চাইলে এই কাপলের একজন বলেন, ‘ঘুমালে তো সমস্যা নাই। কিন্তু একসাথে থাকলে তো সাধারণত আমরা ঘুমাই না। এরপরই গরম লাগা শুরু করে।‘

সবচেয়ে বেশি সমস্যায় আছেন রাজশাহীতে বসবাস করা কাপলরা। এমনই এক কাপল বলেন, ‘ঢাকার গরম তো ঢাকার গরম। ওই গরমে আলাদা থেকেও কোনোভাবে কাটিয়ে দেয়া যায়। কিন্তু আমরা যারা রাজশাহী থাকি তাদের ডিভোর্স কিংবা ব্রেকাপ ছাড়া আসলে আর কোন উপায় নাই।‘

৪৮২ পঠিত ... ১৬:০০, এপ্রিল ১১, ২০২৩

Top