দেনমোহরে ব্রয়লার মুরগি চাইলেন হবিগঞ্জের হাবিবা

৪৭১ পঠিত ... ১৬:১২, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

denmohor-murgi

 

বিয়ের দেনমোহরে যুগ যুগ ধরে স্বর্ণ আর টাকা দিয়ে আসলেও যুগের সাথে দেনমোহরেও এসেছে কিছু ভিন্নতা। কিছুদিন আগেই এক তরুণী দেনমোহরে নিয়েছে ১০০টি বই। তবে এবার এসেছে একদম ভীন্ন মাত্রা, দেনমোহরে ব্রয়লার মুরগি চেয়ে বসলেন হবিগঞ্জের হাবিবা।

 

হাবিবার কাছে এই বিষয়ে জানতে চাইলে হাবিবা জানালো, ‘ব্রয়লার মুরগি শেষ খাইছিলাম যখন কেজি ছিল ১৫০ টাকা ছিল। তারপর আর ব্রয়লার মুরগি দেখিই নাই। এখন ব্রয়লার মুরগির কেজি ৩০০ টাকা ছুঁই ছুঁই, এরথেকে দামি দেনমোহর আর কী হতে পারে? সোনার দাম তো এত বেশি না, চাইলেই কিনতে পারবে কিন্তু ব্রয়লার মুরগি কিনে রাখলে আমরা তো জমিদার পর্যায়ে চলে যাব।‘ 

 

হাবিবার এমন সিদ্ধান্তে তার বাবার সাথে কথা বললে ভদ্রলোক চোখের পানি মুছতে মুছতে বললেন, ‘এই মেয়েই আমার বংশের বাতি। ও যে আমাদের বংশ এভাবে উজ্জ্বল রাখবে তা আমি আগে বুঝি নাই। সময়ের সাথে তাল সামলে ব্যবস্থা নেয়া ওর থেকেই শিখতে হবে।‘

 

তবে সমস্যা দেখা দিয়েছে পাত্র-পক্ষের পরিবারে। এতো টাকার দেনমোহর দিতে হিমশিম খাচ্ছেন পাত্র। পাত্র এক ভিডিও কলের মাধ্যমে জানালেন, ‘আমার বাপ-দাদার সব সম্পত্তি বিক্রি করেও ৫ কেজি ব্রয়লার মুরগি হবে না। আমি আমার বংশের সবার কিডনি ম্যানেজ করছি আপাতত। যদি এ দিয়ে কেনা যায়।‘

৪৭১ পঠিত ... ১৬:১২, ফেব্রুয়ারি ২৮, ২০২৩

Top