বাজারে আসছে ছাত্রলীগ ট্র্যাকার: ১০ কিলোমিটারের মধ্যে থাকলেই পাওয়া যাবে সিগন্যাল

২২২৯ পঠিত ... ২০:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২০

ছাত্রলীগের হাত থেকে নিরাপদ থাকতে বাজারে ছাত্রলীগ ট্র্যাকার নামে নতুন এক ট্র্যাকার এসেছে। সর্বোচ্চ ১০ কিলোমিটার পর্যন্ত ছাত্রলীগদের ট্র্যাক করতে পারবে এই ট্রেকার। এই ট্র্যাকার ব্যবহারকারীর ১০ কিলোমিটারের মধ্যে ছাত্রলীগ আসলেই সাবধান করে দেয়া হবে।

তবে আপাতত যেসব ছাত্রলীগের অতীত রেকর্ড খারাপ, তাদের ক্ষেত্রেই সাবধান করবে এই ট্র্যাকার।

আল্ট্রা-ফ্রিকোয়েন্সিযুক্ত এই ট্র্যাকারে ট্র্যাককৃত ছাত্রলীগের অতীত রেকর্ড শো করা হবে। ১০ কিলোমিটারের মধ্যে থাকা ছাত্রলীগ কর্মীটি কতটা ভয়ংকর, এর আগে সে কয়টি অপরাধ সংগঠিত করেছে; ইত্যাদি রেকর্ড জানিয়ে দেয়া হবে। ছাত্রলীগের রেকর্ড বিবেচনায় কত দ্রুত স্থানটি ত্যাগ করতে হবে ব্যবহারকারীকে জানিয়ে দেয়া হবে তাও।

পাশাপাশি অন্য এক ফিচারের আওতায় ব্যবহারকারীকে ওই জায়গা থেকে নিরাপদে বাড়ি ফেরার রাস্তাও দেখিয়ে দিবে অ্যাপটি।

এই অ্যাপ নির্মাণের চ্যালেঞ্জের কথা জানাতে গিয়ে এর নির্মাতা বলেন, '১০ কিলোমিটার বেশি, এর মধ্যে কোন না কোন ছাত্রলীগ থাকবেই। আবার এরচেয়ে কম ডিস্টেন্স রাখলে মেয়েরা নিরাপদও না। সব মিলিয়ে বিষয়টি কঠিন ছিলো আমাদের জন্য। সবদিক বিবেচনায় বের হওয়া কঠিন হবে জেনেও আমাদেরকে ১০ কিলোমিটারই রাখতে হলো। বাকিটা আল্লাহ সহায়।'

এই ট্র্যাকারকে একবিংশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ সেলফ ডিফেন্স টেকনোলজির আখ্যা দিয়েছে বিশ্ববিখ্যাত টেক ওয়েবসাইট এমআইটি প্রেস। এছাড়া হার্ভার্ড, বিটুবিসহ নানান প্রতিষ্ঠান এর ব্যবসায়িক সফলতা নিয়েও পজেটিভ বার্তাই দিয়েছে।

ছাত্রলীগ ট্র্যাকার নির্মাতা প্রতিষ্ঠান এই অ্যাপটির প্রিমিয়াম ভার্সন বাজারে আনার ঘোষণাও দিয়েছে। প্রিমিয়াম ভার্সনে এটি ঘুষখোর ও ইয়াবা গুজে দেয়া পুলিশের ক্ষেত্রেও সচেতন করবে।

নিজেদের অবস্থান জানাতে ট্র্যাকার আসছে, এমন খবরে কতটা খুশি হয়েছে ছাত্রলীগ? এক ছাত্রলীগের কর্মীর কাছে এমনটা জানতে চাইলে তিনি বলেন, 'এই ট্র্যাকার কে বানাইছে? তার লোকেশনটা দিতে পারবেন?'

২২২৯ পঠিত ... ২০:৪৩, সেপ্টেম্বর ২৮, ২০২০

Top