ছাত্রলীগ-যুবলীগকে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব দেয়ার কথা ভাবছে ফ্রান্স

৪৪০ পঠিত ... ১৪:০৪, জুন ০৯, ২০২১

france-chatroleague

ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁ দেশটির দক্ষিণ-পূর্ব অঞ্চল সফরের সময় এক লোক তাকে প্রকাশ্যে চড় মারে। এমন ঘটনার পর প্রেসিডেন্টের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠেছে। একটি ভূয়া সূত্র থেকে জানা গেছে, প্রেসিডেন্সি নিরাপত্তা রক্ষা গ্রুপকে বাদ দিয়ে প্রেসিডেন্টের নিরাপত্তার দায়িত্ব পেতে পারে ফ্রান্সের সরকারি দলের ছাত্র ও যুব সংগঠন ছাত্রলীগ-যুবলীগ।

প্যারিস ও পাশ্চাত্যের অক্সফোর্ড খ্যাত প্যারিস বিশ্ববিদ্যায়ের ছাত্রলীগের সভাপতি ও সেক্রেটারির সাথে এই বিষয়ে দীর্ঘ বৈঠক করেছে কর্তা ব্যক্তিরা।

বৈঠক শেষে এক ফেক সংবাদ সম্মেলনের মাধ্যমে তারা জানায়, 'ছাত্রলীগ-যুবলীগ থাকলে এমন ঘটনা কখনোই ঘটতো না। ঘটতো কীভাবে! তারা তো প্রেসিডেন্টের চারপাশে ঘিরেই থাকতো। ওই কুচক্রি বিএনপির প্রেতাত্মাটা চড় দিলেও ওদের গায়েই প্রথমে লাগতো। প্রেসিডেন্টকে ওরা নাগালই পেতো না।'

পাশাপাশি চড় দেয়া ব্যক্তিটির পুলিশি হেফাজত নিয়েও প্রশ্ন তুলেছেন তারা। তারা বলেন, 'এমন একটা ঘটনার পর ওই ছেলেটা এখনো পুলিশি হেফাজতে ক্যামনে থাকে! ওকে তো ছাত্রলীগ-যুবলীগের হাতে তুলে দেয়া উচিত। তাছাড়া এখনো ওর গ্রামের বাড়িতে হামলার খবর পেলাম না। এটা কেমন নিরাপত্তা ব্যবস্থা? ছাত্রলীগ-যুবলীগের হাতে থাকলে এইসবের জন্য এত অপেক্ষা করা লাগতো না।'

সামনের দিনে আর কোন ভুল নয়- এমন পণ করে তারা বলেন, 'আমরা ইতোমধ্যে হেলমেট, হকস্টিক ও হাতুড়ির অর্ডার দিয়ে দিয়েছি।'

ম্যাক্রোঁরও কিছু ভুল আছে বলে জানান একটি তদন্তকারী দল। ডিজিটাল ফ্রান্স বিনির্মাণের অগ্রগতি নিয়ে প্রশ্ন তুলে তারা বলেন, 'প্রেস কনফারেন্স আর ভিডিও বার্তার মাধ্যমে কীভাবে দেশ চালাতে হয়, এখনো তা শিখেনি ফ্রান্স। চড় তো খেতেই হবে। একজন প্রেসিডেন্ট কীভাবে জনগণের এত কাছে যায়!'

৪৪০ পঠিত ... ১৪:০৪, জুন ০৯, ২০২১

Top