কথা দিয়েও ক্যাম্পাসে না আসায় ছাত্রদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার দাবি ছাত্রলীগের

৪১০ পঠিত ... ১৮:১৫, সেপ্টেম্বর ২৬, ২০২২

Kotha-diyeo-campus-e-na-ashay

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার নবগঠিত কমিটি নিয়ে আজ ভিসির সাথে দেখা করতে আসার কথা ছিলো ছাত্রদলের। এমন খবরে ক্যাম্পাসের মোড়ে মোড়ে ছাত্রলীগের নেতা-কর্মীরা অবস্থান নেন। কিন্তু শেষ মুহূর্তে আর ক্যাম্পাসে আসেনি ছাত্রদল।

একটি কাল্পনিক বিক্ষোভের মাধ্যমে বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছে ছাত্রলীগ। এভাবে কথা দিয়েও ক্যাম্পাসে না আসায় ছাত্রদলের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার হুশিয়ারিও দিয়েছেন তারা। একটি কাল্পনিক সূত্র থেকে এমনটাই নিশ্চিত হয়েছে eআরকি।

বিষয়টি নিয়ে কথা বলতে গেলে এক ছাত্রলীগ নেতা নিজের ফেক আইডি থেকে বলেন, ‘দেশের মানুষের সময়ের কোন দাম নেই? আমাদের সময়ের কোন দাম নেই? আমরা অপেক্ষায় ছিলাম, দেশের মানুষ অপেক্ষায় ছিলো। তাদের জন্য আমরা মজাদার সব নাস্তাও রেডি করে রেখেছিলাম। কিন্তু তারা আসলো না! বেঈমান!’

ছাত্রদলের এভাবে কথা না রাখায় ছাত্রলীগের নতুন এক কর্মীও মনে দুঃখ পেয়েছেন বলে জানান। তিনি বলেন, ‘আজকে আমার অভিষেক হওয়ার কথা ছিলো। কিন্তু ওরা না আসায় হলো না। দেশের খেলাধুলা এভাবেই ছাত্রদলের বেঈমানির কারণে ধ্বংস হয়ে যাবে। উঠে আসতে পারবে না কোন নতুন খেলোয়াড়!’

ছাত্রদলের এমন আচরণের কারণেই নিজেদের মধ্যে মারামারি করতে হয় বলেও জানিয়েছেন ছাত্রলীগের এক ভূয়া কর্মী। কিছুটা হতাশা নিয়েই তিনি বলেন, ‘ওরা এভাবে কথা দিয়ে আসে না বলেই আমাদের নিজেদের মাঝে মারামারি করতে হয়। আমাদের সমালোচনা করার আগে এইসবও ভেবে দেখবেন।‘  

৪১০ পঠিত ... ১৮:১৫, সেপ্টেম্বর ২৬, ২০২২

Top