দেশে দেখা দিয়েছে কাদার অভাব

১২০ পঠিত ... ১৭:৩৩, জুন ২০, ২০২৩

Kadar-ovab

দেশে হুট করে দেখা দিয়েছে কাদার অভাব। রাস্তা, ঘাটে এমনকি পুকুরের তলদেশেও কাদা পাওয়া যাচ্ছে না। কাদার অভাবে কুমার, কামার থেকে শুরু করে কাদার উপর নির্ভরশীল অনেকেই আছেন বিপদে। বিপদে আছেন রাজনীতিবিদরা। কাদার অভাবের কারণে তারা কাদা ছোঁড়াছুড়ি করতে পারছেন না।

এদিকে এক ভূয়া অনুসন্ধানে দেখা গেছে, মূলত নির্বাচনকে সামনে রেখে দেশে এই কাদার অভাব দেখা দিয়েছে। অনেক রাজনীতিবিদ আগেই দেশের নানাপ্রান্ত থেকে কাদা মজুদ করে রাখছেন। যাতে এই সিজনে তারা আরামসে কাদা ছোঁড়াছুড়ি করতে পারে।

কাদার অভাবে জর্জরিত এক রাজনীতিবিদ বলেন, ‘কোথাও কোন কাদা নাই। আমরা কাদা ছোঁড়াছুড়ি করবো কথা থেকে? কেউ কাদা ছুঁড়বে কেউ ছুঁড়বে না তা তো হয় না। অবৈধভাবে কাদামজুদ কারীকে আইনের আওতায় এনে তাদের সব কাদা বের করে নিয়ে আসা উচিৎ।’

বেশি কাদার অভাবে ভুগছেন বিরোধীদলের রাজনীতিবিদরা। সরকারি দলের রাজনীতিবিদদের দাপটে পর্যাপ্ত কাদা তারা মজুদ করতে পারেননি। ফলে নির্বাচনের ৬ মাস আগেই বেশিরভাগ বিরোধীদলীয় নেতার কাদা শেষ। বিষয়টি নিয়ে কিছু ক্ষেপে গিয়ে এক নেতা বলেন, ‘আমরা ভোট দিতে পারবো না, কাদাও ছুঁড়তে পারবো না—এইটা কেমন কথা! দেশে তো দেখি কাদাতন্ত্রও নাই।’

১২০ পঠিত ... ১৭:৩৩, জুন ২০, ২০২৩

Top