বহুদিন পর ছাত্রলীগ-ছাত্রদল সংঘর্ষ, ঐতিহ্য ফিরে পেলো ঢাকা বিশ্ববিদ্যালয়

৫৩৪ পঠিত ... ১৭:১৭, মে ২৪, ২০২২

Oitijjo-fire-pelo-du

বহুদিন পর আজ ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রলীগ-ছাত্রদলের মাঝে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ সকালে ছাত্রদল ক্যাম্পাসে আসলে ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের ধাওয়া করলে এই সংঘর্ষ শুরু হয়।

এই সংঘর্ষের ফলে বহুদিন পর হারানো ঐতিহ্য ফিরে পেলো ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। এতে বেশ উচ্ছ্বসিত দেখা গেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসকে।

এক একান্ত কাল্পনিক সাক্ষাতকারে স্বয়ং কার্জন হল বলেন, ‘কতদিন এমন মারামারি দেখি না। ছাত্রলীগ-ছাত্রলীগ মারামারি দেখতে দেখতে জীবন থেকে আনন্দই হারিয়ে গিয়েছিলো। নিজেকে কেমন অচেনা লাগতো। আজ ছাত্রদল-ছাত্রলীগের মারামারি দেখে মনে হচ্ছে, নিজেকে ফিরে পেয়েছি।’

বেশ উচ্ছ্বসিত দেখা গেছে অপরাজেয় বাংলাকেও। বহু প্রতিক্ষিত এই ম্যাটিনি শো দেখতে অপরাজেয় বাংলার দুইটি মূর্তি টিএসসির দিকে গিয়েছেন বলেও জানা যায়।

নাম প্রকাশে অনিচ্ছুক এক মূর্তি বলেন, ‘জীবন থেকে থ্রিল হারিয়ে গিয়েছিলো। আজ ফিরে আসলো। টিএসসির দিকে পপকর্ন পাইনি দেখে কিছুটা মন খারাপ হয়েছিলো। কিন্তু ছাত্রদলকে দেখে মনটা ভালো হয়ে গেছে।’

আনন্দের কথা জানিয়েছেন কলাভবনও। একটি কলা খেতে খেতে কলাভবন বলেন, ‘এতদিন নিজেকে ঢাকা বিশ্ববিদ্যালয় মনে হতো না, মনে হতো সমাজপুর সরকারি প্রথমিক বিদ্যালয়। আজকে ছাত্রলীগ-ছাত্রদলের ঐতিহ্যবাহী মারামারি দেখে ভালো লাগছে। তবে কারও হেলমেট না থাকায় কেমন যেন খাপছাড়া লাগলো।’

এমন উচ্ছ্বাস ফিরিয়ে দিতে মাঝে মাঝেই ছাত্রদলকে ক্যাম্পাসে আসার অনুরোধ করেন কলাভবন।

৫৩৪ পঠিত ... ১৭:১৭, মে ২৪, ২০২২

Top