সম্প্রতি বাংলাদেশ নিজেদের মর্যাদা সমুন্নত রেখে ঘনবসতিপূর্ণ স্থান হিসেবে নিজেদের নিয়ে গিয়েছে এক অনন্য উচ্চতায়। এ ব্যাপারটা মনে ধরেছে ভেকনার।
স্ট্রেঞ্জার থিংস ফ্যানদের কাছে ভেকনাকে পরিচয় করানোর কিছু নেই। এই ভেকনা একজন দার্শনিক মননশীলতার শক্তিশালী গুন্ডা। তার আদিনিবাস স্ট্রেঞ্জার থিংস নামের একটা স্ট্রেঞ্জ জায়গায় হলেও, বাংলাদেশের প্রতি তার তৈরি হয়েছে নিগূঢ় টান। এটা একদিনে হঠাৎ করে হয়নি।
ভেকনা মানুষের ভেতরের দুঃখ, অপরাধবোধ, ট্রমা ব্যবহার করে তাদের মন নিয়ন্ত্রণ করে। বাংলাদেশে রয়েছে ট্রমা, দুঃখ, আবেগ-অনুভূতি, ইমোশন ব্যবসার বাম্পার ফলন। ভেকনা এগুলো থেকে শক্তি নিয়ে যত অকাজ করতে পছন্দ করে। হুট করে তার মনে হয়েছে, আরে! বাংলাদেশে একটা লাইভ করলে যা হয় আমি সারাজীবন আপসাইড ডাউনে থেকেও তা করতে পারিনি। আমার জগতে মানুষকে কয়েদ করতে 'আকরাম, ওকে কয়েদ করো' টাইপ জাদুটোনা করতে হয় আজও। আমার হয়রান লাগে। বাংলাদেশের মানুষ আমার দলে চলে আসলে বিশ্ব জয় করে নিজের করে নেওয়া হবে জাস্ট ওয়ান-টুর ব্যাপার।
ভিপিএনের প্রসঙ্গ টেনে ভেকনা বলেছে, ভিপিএন দিয়ে শুধুমাত্র বাঙালিদের জন্য আমি একটা পেইজ খুলেছি। পেইজের নাম, ভেকনা হবে আমির! আমির অর্থ বড়লোক। এই বিশাল জনগোষ্ঠীর লোকবল আমি আমার করে নিতে চাই। তাদের ট্যালেন্ট, ইমোশন কাজে লাগাতে চাই। শুনেছি বাংলাদেশে ভিডিও কল করে দেশও চালানো যায়। এজন্য এই জাতি আমার আমার চাই-ই।


