রাজধানীর বুকে আয়োজিত হলো রাজনৈতিক কার্টুন প্রদর্শনী

১০৮ পঠিত ... ১০:৪৫, অক্টোবর ১৬, ২০২৩

Exhibition (1)

গত ১৩ অক্টোবর রাজধানীর শাহবাগে আয়োজিত হয়ে গেল প্রতিবাদী রাজনৈতিক কার্টুন প্রদর্শনী। লেখক-সাংবাদিক-শিল্পী-শিক্ষক-সাংবাদিকদের ভোটাধিকার ও মত প্রকাশের স্বাধীনতার দাবীতে সাংস্কৃতিক সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশের অংশ হিসেবে প্রদর্শিত হয় দেশের ১১ জন কার্টুনিস্টের আঁকা ৩১ টি রাজনৈতিক কার্টুন। কার্টুনগুলোর বিষয় ছিলো, দুর্নীতি, নির্বাচন, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট , ডিজিটাল পাবলিকেশন অ্যাক্ট, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি।

প্রদর্শনীতে মেহেদী হক, মোরশেদ মিশু, সৈয়দ রাশাদ ইমাম তন্ময়, রিশাম শাহাব তীর্থ, মাহতাব রশীদ, রাকিব হাসান অপু, রাজিব কান্তি রায়, আরাফাত করিম, বিপ্লব চক্রবর্তী, নাসরিন সুলতানা মিতু এবং নিয়াজ চৌধুরী তুলির আঁকা কার্টুন প্রদর্শিত হয়।

কার্টুনের মধ্য দিয়ে শিল্পীরা তুলে ধরেন মত প্রকাশের স্বাধীনতার আকুতি। তুলে ধরেন দেশের সকল অন্যায়, গুম-খুন এবং দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদী গল্প। ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট কীভাবে মানুষের মত প্রকাশকে বাধাগ্রস্ত করছে তা শিল্পীরা তুলে ধরেছেন তাদের ক্যানভাসে। এছাড়া পুলিশি হেফাজতে মৃত্যু, ভোট কারচুপি ইত্যাদি বিষয়ও উঠে এসেছে ভিন্ন ভঙ্গিতে।

বিকাল ৪ টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে এই আয়োজন। পুরোটা সময় জুড়েই ছিলো মানুষের আনাগোনা। সাধারন পথচারী, সমাবেশে অংশগ্রহনকারী শিক্ষক, শিল্পী, সাংবাদিক সহ নানা পেশার মানুষজন।

এছাড়া মূল সমাবেশে কার্টুনের পাশাপাশি ছিলো পথ নাটক, মাইম, গান, কবিতা আবৃতি,ভাস্কর্য প্রদর্শনী এবং চিত্রাংকন। সমাবেশটি শুরু হয় স্বাধীনতাকামী ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে। ফিলিস্তিনি মানুষের স্বাধীনতা সংগ্রামকে ফুটিয়ে তুলতে ছিলো চিত্রাংকন।

এই কার্টুন প্রদর্শনীতে নানান আঙ্গিকে নানান বিষয় থাকলেও পুরো প্রদর্শনী ঘুরেও কথাও বিরিয়ানির প্যাকেটের সন্ধান পাওয়া যায়নি। সেজন্য অনেকে এই প্রদর্শনীর সমালোচনা করেছেন। নিজের ফেক আইডি থেকে এমন একজন বলেন, ‘শাহবাগের বুকে প্রদর্শনী, অথচ বিরিয়ানি নেই। এটা কেমন প্রদর্শনী? অথচ আশেপাশে সোহরাওয়ার্দি উদ্যান, টিএসএসি, মধুর ক্যান্টিনে সমাবেশ কিংবা প্রদর্শনী যাই হোক, বিরিয়ানি পাওয়া যায়। এমন গরিবদের প্রদর্শনীতে না যাওয়াই ভালো।’

এবার সেই প্রদর্শনীরই কিছু আলোকচিত্র রইলো eআরকির পাঠকদের জন্য

 

১#

5

 

 

২#

IMG_2337

 

 

৩#

4

 

 

৪#

1

 

 

৫#

3

১০৮ পঠিত ... ১০:৪৫, অক্টোবর ১৬, ২০২৩

আরও eআরকি

পাঠকের মন্তব্য

 

ইহাতে মন্তব্য প্রদান বন্ধ রয়েছে

আপনার পরিচয় গোপন রাখতে
আমি নীতিমালা মেনে মন্তব্য করছি।

আইডিয়া

কৌতুক

রম্য

সঙবাদ

স্যাটায়ার


Top