টিভি সিরিজের টাইটেল সং হিসেবে যদি বাংলা গান ব্যবহার করা হতো

৫৩৯০ পঠিত ... ১৪:১১, জুন ১২, ২০১৭
ঘুর্ণায়মান পৃথিবীর সাথে তাল মিলিয়ে আধুনিক বাঙালির মৌলিক চাহিদায় খাদ্য, বস্ত্র, বাসস্থানের সাথে যোগ হয়েছে নিরবিচ্ছিন্ন টিভি সিরিজ দেখার দাবি। তাই সপ্তাহ ঘুরতেই প্রচুর কিশোর-তরুণদের দেখা যায় বিভিন্ন টরেন্ট সাইটে হানা দিতে, তাদের প্রিয় এইচবিও/নেটফ্লিক্স/ফক্স/বিবিসি ওয়ান টিভি সিরিজের লেটেস্ট এপিসোড ডাউনলোড করার জন্য। অনেকে আবার গাঁটের পয়সা খরচ করে সরাসরি নেটফ্লিক্স, এইচবিও ওয়ানের মতো প্রতিষ্ঠানের গ্রাহক হয়েই দেখছেন নিজেদের প্রিয় সিরিজ। এসব জনপ্রিয় ও সর্বসমাদৃত ইংরেজি টিভি সিরিজগুলোর সূচনা সংগীত (টাইটেল সং) হিসেবে যদি বাংলা গান নির্বাচন করা হতো তাহলে কোন টিভি সিরিজের জন্য কোন গান নেওয়া হতো, সেটাই খুঁজে বের করার চেষ্টা করা হলো eআরকি পোস্টে।
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 আইডিয়া দিয়ে সহায়তা করেছেন: তারেক আহমেদ (Game of Thrones, Lost, Sherlock), ফাহিম কবির রাফি (Gotham) ও ফারিহা যাহিন (Hannibal)
৫৩৯০ পঠিত ... ১৪:১১, জুন ১২, ২০১৭

Top