ইনস্টাগ্রামে সম্ভাব্য যেসব কারণে ব্লক খেতে পারেন মেসি

২৫০ পঠিত ... ১৭:২৩, ফেব্রুয়ারি ০১, ২০২৩

ইনস্টাগ্রামে-সম্ভাব্য-যেসব-কারণে-ব্লক-খেতে-পারেন-মেসি

মেসি ইনস্টাগ্রামে ব্লক হয়ে যাচ্ছেন। বিভিন্ন সংবাদ মাধ্যম এর বিস্তারিত কারণ নিয়ে আলোচনা করেছেন। আমাদের eআরকির পক্ষ থেকে বের করা হয়েছে একশ ভাগ সম্ভাব্য কিছু কারণ। মিলিয়ে দেখুন তো ঠিক আছে কিনা।

 

১#

তিনি নিশ্চয়ই ইনবক্সে কাউকে বলেছেন, ‘কফি খাবা?’ মেসি হয়তো জানতেন না এখন কাউকে কফি খাওয়ার দাওয়াত দিলে যে ব্লক খেতে হয়।

 

২#

মেসির হয়তো গ্রামের চাচাতো ভাইদের মতো সুমাইয়াদের আইডিতে ‘kaman aca’ লিখার অভ্যাস আছে। এসব উলটাপালটা কাজ করলে ব্লক তো খাবেই।

 

৩#

বলা হয়, বেস্টফ্রেন্ডের এক্সের সাথে ক্লোজ পিকচার আপলোড করলে সাথে সাথে ইনস্টা থেকে ব্লক করা হয়। আমরা বলছি না মেসি করেছে, কিন্তু করতেও পারে।

 

৪#

ছাত্রলীগকে নিয়ে কথা বলার মত দুঃসাহস ইনস্টা বা ফেসবুকে করা উচিৎ না। ধারণা করা যাচ্ছে, মেসি এই কাজটাই করেছেন।

 

৫#

ওয়াসার যতো ইচ্ছা খোঁড়াখুঁড়ি করবে, এ নিয়ে এতো মাতামাতি করার তো কিছু নাই। মাতামাতি করবেন ব্লক খাবেন না এমন তো হবে না। মেসি সম্ভবত ওয়াসা নিয়ে কিছু বলেছিলেন।

 

৬#

৩৬ বছর ধরে একটা দল কাপ জেতে না, সেই দলকে কাপ জিতিয়ে দেয়ার মতো কাজ করলে ব্লক খাবেন না তো কী খাবেন।

 

৭#

তিনি হয়তো তার সহোদয় ভাই, এমবাপ্পে, নেইমার কিংবা রোনালদো কে নিয়ে কারও ইনবক্সে বাজে মন্তব্য করেছেন। নিজের প্রতিদ্বন্দ্বীকে নিয়ে বাজে মন্তব্য করলে ব্লক খেতেই হয়।

 

৮#

এতো উলটাপালটা ভাবার কিছু নেই। আসলে মেসির ওয়ার্ল্ডকাপের সেরা লাইকপ্রাপ্ত ছবিতে এতোই লাইক আসছে যে অথরিটি বিরক্ত হয়ে ব্লক করে দিয়েছে। তাই কাউকে এতো ভালোবাসা দেখাতে যাবেন না, ক্ষতি হয়!

২৫০ পঠিত ... ১৭:২৩, ফেব্রুয়ারি ০১, ২০২৩

Top