বইমেলাকে সামনে রেখে লেখকদের জন্য 'ফ্যান সাপ্লাই প্যাকেজ'

২২৭ পঠিত ... ১৭:০৭, জানুয়ারি ২৬, ২০২৩

Fan-supply

লেখা: মাহিদুল ইসলাম নাকিব

 

আসন্ন বইমেলা সামনে রেখে 'ফ্যান সাপ্লাই দেয়া' হবে।

* ফ্যানরা যা যা করবে:

- আপনি সেসব স্টলের নাম বলবেন সেখানে গিয়ে আপনার বইয়ের খোঁজ করবে।

- আপনার পিছে পিছে ঘুরবে।

- অটোগ্রাফের জন্য ঠেলাঠেলি করবে।

- আপনার সাথে ছবি তুলে মেনশন করে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করবে।

- আপনি কিছু বুঝে উঠার আগেই ভক্ত পাগোল হয়ে লাইভ করে দিবে আপনাকে নিয়ে। মানুষ বুঝবে আপনি ওসব লাইভ টাইব *দেন না।

- আপনার বই কিনবে। (আগে আপনি বইয়ের টাকা দিয়ে দিবেন, এটা প্যাকেজ ইনক্লুডেড না। কী *ট লেইখা রাখছেন টাকা দিয়ে কেনার রিস্ক কোম্পানি নিবে না)।

-  আপনার জন্য ফুল ফল লতা পাতা ও বিভিন্ন ব্র্যান্ডেড মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে দাঁড়ায়া থাকবে। (অ্যাডভান্স পেমেন্ট সাপেক্ষে)

- আরও মুখরোচক প্রদর্শনীর জন্য আঞ্চলিক ফ্যানের ব্যবস্থা আছে। এরা বগুড়ার দই আনবে, চট্টগ্রাম থেকে ফুনি আনবে, হাতিয়া থেকে মহিষের দুধের দই আনবে, রাজশাহী থেকে আমের চারা আনবে, সিলেট থেকে সাতকড়া। (এগুলার পেমেন্ট বেশি লাগবে। যাতায়াত ও হোটেলভাড়াসহ আপনি দিবেন)

- ব্যানার ফেস্টুন ও আপনার বইয়ের কভার টিশার্টে প্রিন্ট করে ঘুরবে।

- বড় গ্রুপ হায়ার করলে শাহবাগ থেকে বইমেলা প্রাঙ্গণ পর্যন্ত শোডাউন ফ্রি পাবেন।

প্রাইস চার্ট:

* শিক্ষিত বেকার ফ্যান - ৪৫০ টাকা (ঘণ্টা) 

* অবিবাহিত কাপল ফ্যান - ৮০০ টাকা  (ঘণ্টা) 

* বিবাহিত কাপল ফ্যান - ১২০০  টাকা (ঘণ্টা), কিউট একটা বাচ্চা থাকবে কোলে। 

* গ্রামের চাচাতো ভাই ফ্যান - ১২০০ টাকা + যাতায়াত ভাড়া + থাকা খাওয়ার খরচ + উপটোকন ফি (প্রতিদিন)

* কর্পোরেট ফ্যান -  ৪০০ টাকা (ঘণ্টা)

* সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার ফ্যান - ১৮০০ টাকা (ঘণ্টা)

* ঢাকা বিশ্ববিদ্যালয় ফ্যান - ৩০০ টাকা (ঘণ্টা)

* অন্যান্য বিশ্ববিদ্যালয় ফ্যান - ৪০০ টাকা (ঘণ্টা)

* রিলস আপলোড দেয়া ফ্যান - ২০০ টাকা (ঘণ্টা) 

** এছাড়াও ক্লায়েন্ট চাইলে প্যাকেজ কাস্টমাইজ করে নিতে পারবেন।

*** ভ্যাট এক্সক্লুডেড

**** সব পেমেন্ট অগ্রিম প্রদান করিতে হইবে।

এছাড়া বইমেলাকে সামনে রেখে আপনার ফেসবুক পেইজ বুস্ট করতে চাইলে যোগাযোগ করুন...

২২৭ পঠিত ... ১৭:০৭, জানুয়ারি ২৬, ২০২৩

Top