বিশ্ববিদ্যালয় জীবনে এগিয়ে রাখবে যে ৬টি কাজ

৩৪৭ পঠিত ... ১৬:৩০, জানুয়ারি ০৮, ২০২৩

বিশ্ববিদ্যালয়-জীবনে-এগিয়ে-রাখবে-যে-৬টি-কাজ

আপনি কি কলেজ শেষ করে মাত্রই বিশ্ববিদ্যালয়ে উঠলেন? নাকি বিশ্ববিদ্যালয়ের চাপের নিচেই আটকে আছেন? আপনাদেরকে সকলপ্রকার চাপমুক্ত রাখতে eআরকি নিয়ে এলো ৬টি অভিনব টিপস। আসুন দেখে নেই কী সেই টিপস।

 

১#

সবার আগে আপনাকে যেটা করতে হবে, আপনার প্রক্সি দেয়ার জন্য একজন মেধাবী ছাত্রকে ধরে রাখতে হবে। দরকার পড়লে তার জীবনের সব লক্ষ্য পূরণের দায়িত্ব আপনিই নেবেন।

 

২#

ক্লাসের সব কমন, নোটস, সাজেশনের জন্য CR ছাড়া গতি নাই। তাই CR এর সাথে খুব ভালো করে খাতির করুন। তাকে সকাল-বিকাল চা, নাস্তা অফার করুন।

 

৩#

পরীক্ষার আগের রাতে এসে ইম্পর্ট্যান্ট দেখে ৪/৫টা প্রশ্ন বুঝিয়ে দিয়ে যাবে, এমন একজন মানুষ জীবনে বেছে নিন। তার বুঝিয়ে দেয়া প্রশ্নের কোনো বিকল্প প্রশ্ন আসবেই না।

 

৪#

পরীক্ষার আগেই সীট প্ল্যানটা দেখে রাখতে ভুলবেন না কিন্তু। আপনার সামনে পেছনে যারাই থাকবে তাদের কিছুদিন সময় দিন, ঘুরতে নিয়ে যান, হুদাই ট্রিট দেন, দেখবেন পরীক্ষার হলে বন্ধুকে ফেলে রেখে বের হবেই না।

 

৫#

আপনাকে পছন্দ করে, ক্রাশ আছে এমন পোলাপানকে হাত ছাড়া করবেন না। হাতে রেখে বিশ্ববিদ্যালয়ের যাবতীয় অ্যাসাইনমেন্ট ওদের দিয়েই করাবেন।

 

৬#

বিশ্ববিদ্যালয়ের দারোয়ানকে হাতে রাখতে পারলেই সব একদম ইজি হয়ে যাবে। সকাল সকাল ক্লাসে না এসে দারোয়ান মামার কল্যাণে ইম্পর্ট্যান্ট ক্লাসের টাইমে চাইলেই ভেতরে ঢুকে যেতে পারবেন।

৩৪৭ পঠিত ... ১৬:৩০, জানুয়ারি ০৮, ২০২৩

Top