যেভাবে দুই জঙ্গিকে ফিরিয়ে আনা যেতে পারে

৪৩৩ পঠিত ... ১৭:২৪, নভেম্বর ২১, ২০২২

Jongi

গতকাল প্রকাশক ফয়সাল আরেদিন দীপন ও অভিজিৎ রায় হত্যা মামলার দুই আসামী পুলিশের চোখে স্প্রে মেরে পালিয়ে যায়। এই দুই জঙ্গিকে ধরার জন্য পুলিশ ২০ লক্ষ পুরস্কার ঘোষণা করে। পাশাপাশি ঢাকাতে জারি করা হয় রেড এলার্ট। কিন্তু এখনো ধরতে পারেনি পালিয়ে যাওয়া দুই জঙ্গিকে। এই দুই জঙ্গিকে ফিরিয়ে আনার জন্য কিছু কৌশল ভেবেছে eআরকির গবেষক দল।

 

১। বাটি চালানের মাধ্যমে

এক যুগ আগেও দেশে চোর ধরার ক্ষেত্রে বাটি চালানের চল ছিলো। কোথাও কোথাও এখনও চোর ধরার ক্ষেত্রে ব্যবহার করা হয় এই দেশীয় প্রযুক্তি। জঙ্গিদেরকে ফিরিয়ে আনার ক্ষেত্রেও এই দেশীয় প্রযুক্তি ব্যবহার করা যেতে পারে।

 

২। সরকারি খরচে বিদেশ সফরের প্রতিশ্রুতি দিয়ে

সরকারি খরচে বিদেশ ভ্রমণের মত লোভনীয় অফার দিলে জঙ্গিদের ফিরে আসার সম্ভাবনা অনেক বেশি। এতে যদি কাজ না হয় তাহলে সরকারি কেনাকাটার দায়িত্ব দেয়ার লোভ দেখানো যেতে পারে।

 

৩। রাজনৈতিক কমিটিতে পদ দেওয়ার লোভ দেখিয়ে

কোন একটা কমিটিতে একটা পদ থাকা মানে কাড়ি কাড়ি টাকা, সম্মান আর আশেপাশে শত শত সহমত ভাই। এমন লোভ তারা সামলাতে পারবে বলে মনে হয় না।

 

৪। সরকারি প্লট দেওয়ার লোভ দেখিয়ে

দেশে নানা জায়গায় সরকারি খরচে সরকারি কর্মকর্তাদের জন্য বানানো ফ্ল্যাট খালি পড়ে আছে। থাকার নেই কেউ। এইসব ফ্ল্যাটে থাকা খাওয়ার অফার দেয়া যেতে পারে।

 

৫। ভালোবাসা দিয়ে ঠিক করে নিয়ে আসার জন্য কাউকে নিয়োগ দিয়ে

ভালোবাসার উপরে পৃথিবীতে আসলে আর কেউ নেই। এই ভালোবাসায় কত মানুষ ঠিক হয়ে গেছে, ফিরে এসেছে কত লাইলি, কত মজনু। ফিরে আসতে পারে জঙ্গিরাও। 

 

৬। চোখে স্প্রে মেরে

এটি হচ্ছে কাটা দিয়ে কাটা তোলা পদ্ধতি। ওরা যেই জায়গা থেকে পালিয়েছে সেই জায়গায় স্প্রে মেরে দেখা যেতে পারে। অলৌকিকভাবে ফিরে আসলেও আসতে পারে।

৪৩৩ পঠিত ... ১৭:২৪, নভেম্বর ২১, ২০২২

Top