ফিফা ওয়ার্ল্ড কাপ না বুঝেও যেভাবে সবার সামনে বোঝার ভান ধরবেন

১০২৮ পঠিত ... ১৭:২০, নভেম্বর ১৪, ২০২২

Worldcup-na-bujheo

আপনি কি ওয়ার্ল্ড কাপ সম্বন্ধে কিছুই বোঝেন না? এ নিয়ে কি বন্ধু সমাজে আজকাল আড্ডা দিতে ব্যর্থ হচ্ছেন? তাহলে আপনার চিন্তার দিন শেষ। বাজারে চলে এসেছে ওয়ার্ল্ড কাপ না বুঝেও সবার সামনে বোঝার ভান ধরার নিঞ্জা টেকনিক। আসুন দেখে নিই কী এই টেকনিকগুলো।

 

১#

প্রথমেই মেসি, নেইমার ছাড়া আরও ২-৩জন প্লেয়ারের নাম জেনে নেবেন। কারণ যারা এই দুইজন প্লেয়ার ছাড়াও বাকি প্লেয়ারদের চেনে, তারা নিঃসন্দেহে ফুটবল নিয়ে অনেক কিছুই জানে।

 

২#

আগের খেলার কয়েকটা হাইলাইটস দেখে মুভগুলো মনে রাখবেন। তারপর সেগুলো বলা শুরু করবেন। যেমন, ‘ওই যে ২০১৪ সালে ব্রাজিল জার্মানির কাছে সেভেন আপ খাইলো, কী খেলাটাই ছিল রে ভাই।‘

 

৩#

ফুটবল সম্বন্ধে বোঝে, ভালো জ্ঞান আছে, এমন একটা বন্ধুকে চা-সিঙারার লোভ দেখিয়ে চিপায় নিয়ে যান। তারপর তার থেকে ফুটবল সংক্রান্ত অনেক কিছুই জেনে নিন।

 

৪#

আনকমন দেখে একটা দলকে সাপোর্ট করবেন। কারণ প্লেয়ারের সাথে আমাদের এটাও ধারণা যে, যারা অন্যান্য দল সাপোর্ট করে, তারাই আসলে লিজেন্ড, তারাই খেলা বোঝে।

 

৫#

খেলা দেখার জন্য এখন থেকেই নিজের বাসায় একটা বড় পর্দার টিভির আয়োজন করে রাখুন। যারা আসল খেলাপ্রেমী তারাই এসব করে।

 

৬#

আপনার ফোনের ওয়ালপেপার, ওয়ালেটে, কোনো ফুটবলারের ছবি দিয়ে রাখুন। এমন ভালোবাসার সাথে সাপোর্ট করা লোক কমই পাওয়া যায়। এসব দেখার পর আপনাকে নিয়ে কারোরই সন্দেহ থাকবে না।

 

৭#

চাইলে ব্রাহ্মণবাড়িয়ার মত পতাকা বানানোর আয়োজনও করতে পারেন। এতে একটু টাকা খরচ হবে, কিন্তু ফুটবলপ্রেমি হিসেবে নাম ঠিকই আসবে।

 

৮#

পাড়ার ছোট-বাচ্চাদের পতাকা, জার্সি এসব কিনে দেয়া শুরু করেন। বাচ্চাদের সাথে সাথে বড়রাও মানতে বাধ্য হবে আপনি যে আসলেই একজন ফুটবলের গড ফাদার।

 

৯#

নিজের ফেসবুক প্রোফাইল পিকচার হবে সাপোর্ট করা টিমের জার্সি পড়ারা অবস্থায়। যেন আপনার প্রোফাইল দেখলেই আপনাকে একজন ফুটবলপ্রেমি হিসেবে চিহ্নিত করা যায়।

 

১০#

সব থেকে ইম্পর্ট্যান্ট হচ্ছে, খেলার পজিশন সম্বন্ধে ধারণা নিয়ে রাখা। তারপর বন্ধুমহলে জাজমেন্ট দেয়া। যেমন, ‘নেইমারকে স্ট্রাইকে না দিয়ে গোলকিপারে দিলে খেলাটা বেশি জমতো।‘

১০২৮ পঠিত ... ১৭:২০, নভেম্বর ১৪, ২০২২

Top