ইন্ট্রোভার্ট হওয়ার যে ৮টি সুবিধা আপনার একদমই অজানা

২৩৮৯ পঠিত ... ১৭:৫৪, সেপ্টেম্বর ০৫, ২০২২

Introvert

ইন্ট্রোভার্ট বলতে আমরা বুঝি চুপচাপ স্বভাবের কেউ, যার নিজের নিশ্চুপতার জন্য অনেক কিছুর স্বীকার হয়। কিন্তু ইন্ট্রোভার্ট হলে সুবিধার অভাব নেই, আসুন জেনে নেই।

১# এরা সব জায়গায় কম কথা বলে, তাই মুরব্বিরা সাধারণত মনে করেন এরা হয়তো অনেক ভদ্র।

২# এদের বন্ধু-বান্ধব এর সংখ্যা অনেক কম থাকে। তাই সবাই মনে করেন এদের দ্বারা কখনও প্রেম, ভালোবাসা হবে না।

৩# এরা কোলাহল থেকে নিরবতা বেশি পছন্দ করে। সবার তাই ধারণা থাকে এরা একেকটা বিরাট মাপের চিন্তাবিদ কিংবা মেধাবী কেউ।

৪# এদের নতুন নতুন জিনিস আবিষ্কার করার ক্ষমতা থাকে যার ফলে অনেকেই মনে করে এরা বড় হয়ে কিছু না হতে পারলেও বিজ্ঞানী হবে।

৫# চুপচাপ থাকে, তাই অনেক ক্ষেত্রে নিজেদের অবস্থান মানুষকে টের পেতে না দিয়েও এরা থাকতে পারে।

৬# কারও সাথে কথা বলতে ইচ্ছে না হলে ‘আমি একটু ইন্ট্রোভার্ট’বলে সহজেই এড়িয়ে যাওয়া যায়। 

৭# সাধারণত চুপচাপ থাকায় এদের সব কথাকে অন্যরা গুরুত্বের সাথে দেখে।

৮# সবচেয়ে বড় সুবিধা হলো, ইন্ট্রোভার্টদের ‘কিরে, তুই এত চুপচাপ কেন?’ ধরনের প্রশ্ন শুনতে হয় না।

২৩৮৯ পঠিত ... ১৭:৫৪, সেপ্টেম্বর ০৫, ২০২২

Top