হলে গিয়ে সিনেমা দেখার সময় যে দশটি ভদ্রতা অবশ্যই মেনে চলবেন

১৩৭২ পঠিত ... ১৭:৫৯, জুলাই ৩১, ২০২২

inema-hall-er-vodrota

দেশে এখন হিড়িক চলছে হলে গিয়ে সিনেমা দেখার। বিষয়টি যে খুবই ভালো, তাতে কোনো সন্দেহ নেই। কিন্তু হলে সিনেমা দেখার যে আদব-কায়দাগুলো আছে, তা কি মেনে চলা হচ্ছে? এ নিয়েই চিন্তিত eআরকি গবেষক দল। আপনাদের জন্য থাকছে তেমন ১০টি আদব সংক্রান্ত টিপস, প্লিজ মেনে চলবেন এগুলো।

 

১) আপনার আসনের সামনের সারির যে সিট, ওটা সামনের সারির দর্শকের হেলান দেয়ার জন্য না। ওতা আপনার ঠ্যাং লম্বা করে ছবি দেখার জন্য।

 

২) সিনেমা দেখা আবার কী? আপনার জীবনে গুরূত্বপূর্ণ আরও কাজ আছে। তাই ফোন এলেই সেটা রিসিভ করে ফেলুন আর জোরে জোরে কথা বলুন।

 

৩) মুভি দেখতে গিয়ে একটা বিড়ি না ধরালে জোশ আসে নাকি? কোনায় গিয়ে ফস করে একটা বিড়ি ধরিয়ে ফেলুন।

 

৪) মুভি দেখতে এসেছেন; পাশের সিটে বসা অচেনা মানুষটি সম্পর্কে না জানলে হয়? নাম-ধাম জিজ্ঞেস করুন, বাচ্চা না নিলে সেটাও নিয়ে ফেলতে বলুন।

 

৫) আপনি তো মুভি দেখছেন, কিন্তু আপনার বন্ধুরা? তাদের কী হবে? অবশ্যই তাদের জন্য পুরো মুভিটা মোবাইলে ভিডিও করে ফেলুন।

 

৬) মুভি শুরু হবার আগে জাতীয় সঙ্গীত বাজলে আপনার কী? বসে বসে মোবাইল টিপুন।

 

৭) বিরতির সময় যে পপকর্ন আনবেন, সেটা একেবারে ফেলে ছড়িয়ে খান। আপনি যে সিনেমা হলে আসলে খাওয়া-দাওয়া করেন; আশেপাশের সিটে তার চিহ্ন রেখে যাবেন না?

 

৮) মুভি চলার সময়ে ওয়াশরুমে যেতে গিয়ে আশেপাশের দর্শকদের একটু পা মাড়িয়ে না দিলে কেমনে কী?

 

৯) কাহিনী আগেই জানা থাকলে আশেপাশের মানুষদের স্পয়লার জানাতে ভুলবেন না।

 

১০) সিনেমার গান যখন দেখায়, সিটে কেন বসে থাকবেন? চেয়ারের ওপর দাঁড়িয়ে হাত নাড়িয়ে গান গাইতে থাকুন, নাচুন। পেছনের লোক কীভাবে মুভি দেখবে, সে টেনশন তো আর আপনার না!

১৩৭২ পঠিত ... ১৭:৫৯, জুলাই ৩১, ২০২২

Top