বাংলাদেশকে বিষণ্ণ দেশ থেকে যেভাবে সুখী দেশ করা যেতে পারে

৫১২ পঠিত ... ১৬:৩২, জুলাই ০৫, ২০২২

Kivabe-sukhi-desh-hote-pare (1)

যুক্তরাষ্ট্রভিত্তিক জরিপ সংস্থা গ্যালপ ২০২২-এর ইমোশনস রিপোর্টে এ বিষণ্ণ, দুখী, ক্ষুব্ধ মানুষের দেশ হিসেবে ৭ম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। এমন পরিস্থিতি থেকে দেশকে উত্তরণ করা জরুরী। মানুষগুলোকে সুখী করা জরুরী। বাংলাদেশকে কীভাবে সুখী দেশ হিসেবে গড়ে তুলে বিশ্বকে তাক লাগিয়ে দেয়া যায়, এমন কিছু আইডিয়া বের করেছে eআরকি ইমোশন গবেষক দল।  

 

১# টিসিবির ট্রাকে পণ্য বিক্রয়ের বদলে ব্যান্ড সংগীতের আয়োজন করা যায়। থাকতে পারে স্ট্যান্ডআপ কমেডিও। মানুষ গান শুনবে, কমেডি শুনে হাসবে। চারপাশে বয়ে যাবে সুখের ছোঁয়া।

 

২# ভিআইপি জ্যামে বসে বিষণ্ণ মানুষদের বিনোদনের জন্য রাখা যেতে পারে বানর নাচ। প্রতিটি বাসে বাসে বানর নাচ দেখানো হবে। কেউ বেশি বিষণ্ণ থাকলে বানর দিয়ে তার মাথার উঁকুনও বেছে দেয়া যেতে পারে।

 

৩# ঘুষ গ্রহণের পর ঘুষখোর অফিসাররা ভুক্তভোগী ঘুষ প্রদানকারীকে একটি রোমান্টিক গান গেয়ে শুনাবেন। তাতেও বিষণ্ণতা দূর না হলে একটু নেচেও দেখাবেন।  

 

৪# বাজারে গিয়ে জিনিসপত্রের দাম দেখে অনেকে প্রায়ই বিষণ্ণ হয়ে যান। ওইসব বিষণ্ণ মানুষকে সুখী করার জন্য বাজারের মোড়ে মোড়ে থাকবে বিশেষ ম্যাজিক শো-এর ব্যবস্থা।

 

৫# নেতারা জনসভায় নিজেদের বক্তব্য শুরুর আগে একটা করে কৌতুক শোনাবেন। বক্তব্য শেষের পর শোনাবেন দুটি। সভায় হাসিকে বাধ্যতামূলক করে দেয়া যেতে পারে।

৫১২ পঠিত ... ১৬:৩২, জুলাই ০৫, ২০২২

Top