ঢাকা শহরে আরো যেসব খেলা হতে পারে

৫০৯ পঠিত ... ১৬:২০, এপ্রিল ১৩, ২০২২

Pani-khela

নতুন বছরকে বরণ করার ক্ষেত্রে আদিবাসীদের রয়েছে নিজস্ব ঐতিহ্য। বাংলা নতুন বছর আসলে নানা উৎসব আয়োজনে গমগম থাকে আদিবাসীদের এলাকাগুলো। নানা আয়োজনের পাশাপাশি সেখানে পানি খেলা অন্যতম। একে অন্যের দিকে পানি ছুঁড়ে মারাই এই খেলার অন্যতম আনন্দ। এই পানি খেলার আদলে ঢাকা শহরে আয়োজন করা যেতে পারে আরো বেশ কিছু খেলা। এমন কিছু খেলার কথাই ভেবেছে eআরকি খেলা হবে বিষয়ক গবেষক দল।

 

হর্ন খেলা

প্রতিটি সিগন্যালে হর্ন মারামারির খেলা আয়োজন করা যেতে পারে। রাস্তার দু’ধারে উৎসবমুখর পরিবেশে গাড়িচালকরা একে অন্যের দিকে হর্নের আওয়াজ ছুঁড়ে দেবে। ভালো লাগলে পহেলা বৈশাখ ছাড়াও প্রতিদিন এই খেলা খেলা যেতে পারে।

 

চেয়ার খেলা

রাজনৈতিক সমাবেশে চেয়ার মারামারির খেলার সাথে আমরা সবাই পরিচিত। কিন্তু এই ঐতিহ্যবাহী খেলাকে এতদিন নাশকতা বলেই দাবি করে আসছিলো কিছু কুচক্রি লোক। পহেলা বৈশাখে উৎসবমুখর পরিবেশে এই চেয়ার মারামারিকে খেলায় রূপান্তর করা যেতে পারে। এরপর কোন ধরনের বদনামের চিন্তা ছাড়াই এই খেলা খেলা যাবে।

 

ধুলাবালি ছোঁড়াছুড়ি খেলা

ঢাকা কিছুদিন আগেই বায়ু দূষণে শীর্ষে এসেছিলো। এই বিষয়টিকে কাজে লাগানো যায়। ঢাকার ধুলাবালি সমৃদ্ধ এলাকা থেকে বিশেষে করে গাজিপুর রোড থেকে ধুলা এনে সারা শহরে পহেলা বৈশাখের দিন ধুলা মারামারি খেলার আয়োজন করা যায়।

 

বোতল খেলা

এই বোতল সেই বোতল না। বলা হচ্ছে প্লাস্টিকের বোতলের কথা। শহরের এখানে সেখানে প্লাস্টিকের বোতল না ফেলে সব বোতলকে নিয়ে উৎসব করা যায়। সিটি কর্পোরেশন নিজ উদ্যোগে এই খেলার আয়োজন করলে ভালো। এর সাথে যোগ হতে পারে থুথু ছোঁড়াছুড়ি, কলার খোসা ছোঁড়াছুড়ি।

 

দায় ছোঁড়াছুড়ি খেলা

আমাদের দেশে সরকারি কর্মকর্তাদের মাঝে দায় ছোঁড়াছুড়ি ঐতিহ্যের পর্যায়ে চলে গেছে। কোন একটা দুর্ঘটনা ঘটলে দায়িত্বশীল মহল এক অন্যের দিকে দায় ছুড়ে দেয়। দেশের এই ঐতিহ্যকে হাজার বছর টিকিয়ে রাখার জন্য দায় ছোড়াছোড়ি ব্যাপারটাকে খেলায় রূপান্তরিত করা যায়। উৎসবমুখর পরিবেশে দায় ছোড়াছুড়ির ব্যাপারটা নিশ্চয়ই অনেক রোমান্টিক হবে।

৫০৯ পঠিত ... ১৬:২০, এপ্রিল ১৩, ২০২২

Top