এই ইদের মৌসুমে দর্জিকে যেভাবে পটাবেন

৬৩৩ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ১১, ২০২২

Dorji-thumb

 

চলছে রোযার মাস, সামনেই ঈদ। এইসময়ে যে মানুষটিকে সকলে প্রয়োজনে-অপ্রয়োজনে হাতের মুঠোয় রাখতে চায়। যার একটি মাত্র ভুলে শেষ হয়ে যেতে পারে আমাদের ঈদের খুশি। যার সাথে ফোনে সর্বোচ্চ সময় কাটান আপনি। সেই মানুষটি আর কেউ নন, আমাদের পাড়াতুতো দর্জি ভাই। দর্জিকে এই ঈদের মৌসুমে পটানোর ১০ উপায় খুঁজে বের করেছে eআরকি দর্জি বিষয়ক চিপায় আটকে পড়া দল।  

 

১# শুধু ঈদের মৌসুমে নয়, সারাবছর দর্জির খোঁজ নিন

দর্জি ভাইয়ের জীবনেও থাকে নানা সুখ-দুঃখ। কাপড় কাটায় দক্ষ এই মানুষের জীবন থেকে দুঃখগুলোকে কাটতে পারে আপনারই একটি ফোন কল। এতে দর্জিও বুঝবে প্রয়োজনের বাইরেও আপনি তার জন্য আছেন, তাই সময়ের আগে তিনিও আপনার জামা পৌঁছে দেবে।   

 

২# বিভিন্ন উৎসবে দর্জিকে শুভেচ্ছা বার্তা পাঠান

এইক্ষেত্রে সহজ সমাধান হিসেবে গুগল থেকে ফুল-পাতা-লতাসহ শুভেচ্ছা বার্তাযুক্ত ছবি নামাতে পারেন আপনি। তবে অবশ্যই পাঠানোর আগে বার্তাটা পড়ে নেবেন, নাহলে আপনার জীবনের অন্যান্য সম্পর্ক কুড়িতেই নষ্ট হয়ে যেতে পারে।

 

৩# খুচরা কাপড়ের অংশটুকু দান করে দিন

কাপড় কিনতে গিয়ে অনেকসময় আমরা মাপ না বুঝে প্রয়োজনের অধিক ক্রয় করে ফেলি। জামা বানানোর পর বেচে যায় অনেক কাপড়। ভাত চেটেপুটে খাওয়ার মতো কাপড়ও চেটেপুটে ব্যবহার করাতে আমরা বিশ্বাসী। কিন্তু এই খুচরা কাপড়টুকু মাঝেমাঝে দর্জিকে দান করে দিন। আপনার এই সামান্য কাজেই হাসি ফুটবে তার মুখে, আপনিও আলাদা হতে পারবেন ভীড়ের মধ্যে।

 

৪# ভদ্রতা করে ইফতারের দাওয়াত দিন

টেনশন করবেন না, আপনার এই দাওয়াত দর্জি কখনোই গ্রহণ করতে পারবে না। তবে মাথায় রাখবেন, ইফতারির দাওয়াত দিতে হবে মাসের শেষ ৫-৬ দিনের মধ্যে, যখন ব্যস্ততা থাকবে সর্বোচ্চ।

 

৫# হেসে হেসে কথা বলুন

একটি পরিসংখ্যানে জানা গেছে, মানুষ প্রায়শই দর্জি সমাজের সাথে খারাপ আচরণ করে। এইজন্য দর্জিকে পটাতে কথা বলুন হাসি হাসি মুখে, তার পরিবার, দিনকাল সম্পর্কে জিগ্যেস করুন- কাজের বাইরে এইভাবেই সম্পর্ক গড়বে।

 

৬# কাজ ছাড়াও দর্জির সাথে আড্ডা দিন

কাজ বাদেও দর্জির সাথে মাঝেমাঝে দেখা করুন। তার সাথে বসে দোকানে চা, বিস্কুট এসব খেতে খেতে আড্ডা দিন। দেখবেন, দর্জির মনেও আপনার জন্য কোমল স্থান তৈরি হবে। কেউ না থাকলেও আপনি তার পাশে ছিলেন, আপনার জামা দেরিতে বানানোর কোনো উপায়ই নাই!

 

৭# দর্জির বউয়ের সাথে সম্পর্ক তৈরি করুন

শুধু দর্জির সাথেই নয়, তার বউকেও যদি পটাতে পারেন তাহলে ভাববেন আপনি সকলের ধরা-ছোঁয়ার বাইরে! দর্জির বউয়ের সাথে খাতির জমান, আড্ডা দিন। এতে দর্জির বাড়িতেও আপনার জন্য একজন সুপারিশকারি তৈরি হয়ে যাবে।

 

৮# দর্জির জীবনের দুঃখ-কষ্ট জেনে নিন

দর্জির জীবনের সুখ দুঃখ জেনে নিতে পারেন। এরপর জামা পাওয়ার ডেটের আগে তাকে জীবনের সুখ দুঃখ মনে করিয়ে দিয়ে একটু ইমোশনাল করে দিন। এরপর দেখবেন, ইমোশনের ধাক্কায় আপনার কাজ আগেই দিয়ে দিবে।

 

৯# একটা মোটিভেশনাল স্পিকার ভাড়া করতে পারেন

মোটিভেশনাল স্পিকারের ক্ষমতা তো জানেনই। একটা মোটিভেশনাল স্পিকার ভাড়া নিন। একা এফোর্ড করতে না পারলে কয়েকজন মিলে একজনকে নিন। আশা করি কাজে দিবে। কাজে না দিলেও সমস্যা নেই। তখন হতাশ না হয়ে নিজের মোটিভেশনাল স্পিকারের কাছ থেকে মোটিভেশন নিতে পারবেন।

 

১০# এক্সপোজারের লোভ দেখানো

পরিচিত ইন্সটা ইনফ্লুয়েন্সার, ফুড ভ্লগার দিয়ে এক্সপোজারের লোভ দেখাতে পারেন। ভাইয়া, আপনি জামাটা আগে দিলে আমার ৩ লাখওয়ালা ফলোয়ার ফলোয়ার ভাইয়াকে দিয়ে এক্সপোজার পাইয়ে দিবো। কাজ হবে বলে আশা করা যায়।

৬৩৩ পঠিত ... ১৬:২৮, এপ্রিল ১১, ২০২২

Top