রমজানের বিকেলে আপনার সাথে যে ঘটনাগুলো ঘটতে পারে

৬১৫ পঠিত ... ১৬:২৪, এপ্রিল ০৪, ২০২২

Romjaner-Bikale

রমজানের বিকেল এক রহস্যময় সময়। এই সময়ে পৃথিবীতে নানাবিধ রহস্যময় ঘটনা ঘটে। ইফতারের পর যে ঘটনাগুলোর কোন কূলকিনারা খুঁজে পাওয়া যায় না। এমন কিছু ঘটনাই ভেবে দেখার চেষ্টা করেছে eআরকির রোজাদার সমাজের প্রতিনিধি জেবা তাহসিন। 

 

১। আছরের ঠিক পরে কোনো কারণ ছাড়াই নিজেকে উইল স্মিথ মনে হয়। আর আপনার ছোটভাই কিংবা বোনকে মনে হবে ক্রিস রক।

 

২। কোনো কারণ ছাড়াই আম্মা-আব্বা আপনার উপর ভয়ানক রেগে যেতে পারে। স্বাভাবিকের তুলনায় ওনাদের গলার কম্পাঙ্ক বেড়ে যেতে পারে।

 

৩। বিকেলে হুদাই গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের সাথে ঝগড়া হতে পারে। অতি মিষ্টি কথাও তিতা লাগতে পারে। হতে পারে ব্রেকাপ।

 

৪। আজকের শরবত কে বানাবে তা নিয়ে পরিবারের সব সদস্যরা বিরোধী দলে ভাগ হয়ে যেতে পারে।

 

৫। আপনার কল্পনাশক্তি ১০ গুণ বেড়ে যেতে পারে। ফাঁকা প্লেটে মজার সব খাবার আর গ্লাসে সুস্বাদু ফালুদা কিংবা শরবত ভাসতে পারে।

 

৬। ইউটিউব বা ফেইসবুকে আসা খাবারের অ্যাডগুলো দেখলেই রাগ হতে যেতে পারে। রাগে ক্ষোভে অ্যাপগুলো আনইন্সটল করে দেয়ার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।

 

৭। উঠতে বসতে ‘এক গ্লাস ঠাণ্ডা পানি’র ত্রিমাত্রিক চিত্র মাথায় ঘুরে বেড়ায়, সেই গ্লাসের গা বেঁয়ে বাষ্পীভূত পানি গড়িয়ে পড়ে!   

 

৮। শোবার পর উঠে বসতে ইচ্ছে করবে। একটু পর মনে হতে পারে, হাঁটলে ভালো লাগবে। কিছুক্ষণ হাঁটার পর আবার শুয়ে পড়তে ইচ্ছে করবে।

৬১৫ পঠিত ... ১৬:২৪, এপ্রিল ০৪, ২০২২

Top