যে ১০টি মুহূর্তে আপনার মনে হবে, বন্ধুরা থাকলে সব পসিবল

৬৩৯ পঠিত ... ২১:৫২, অক্টোবর ০৮, ২০২০

বন্ধু জীবনের পরম সম্পদ, আবার ত্যাঁদোড় বন্ধু পেলে জীবন তামা তামা হতে দুই সেকেন্ডও লাগবে না! যেমনই বন্ধু থাকুক না আপনার, এই দশটি মুহূর্তে আপনি যদি পড়েন- কেবল বন্ধু থাকলেই তা থেকে বের হয়ে আসা সম্ভব। দেখে নিন সেই দশটি মুহূর্ত, যখন মনে হয়- বন্ধুরা থাকলে সবই পসিবল।

১# পরীক্ষার আগের রাতে এসে মনে পড়লো, আপনার কাছে স্যারের দেয়া কোন শিটই নেই। চিন্তা নেই, খুঁজলে একটা শিট বন্ধু পেয়ে যাবেন। যার কাছে স্যারের সকল শিট থরে থরে সাজানো আছে। তার বাসায় চলে যান, শিটতো দিবেই, সাথে পাশ করার জন্য ফ্রেন্ডলি টিচিংও।

২# বহু আকাঙ্ক্ষিত বান্দরবন ট্রিপ। পকেটে নেইই টাকা, ট্রেকিং পারবেন কিনা তা নিয়েও সন্দিহান। বন্ধুরা থাকলে টেনশন ফ্রি থাকতে পারেন। দশের লাঠি একের বোঝা থিওরিতে বন্ধুরা আপনাকে টাকাও দেবে, কাঁধে করে পাহাড়েও তুলে ফেলবে।

৩# ওজন কমাতে চান, কিন্তু খাওয়ার লোভ সামলাতে পারেন না? বন্ধুদের বলুন। এরপর সবসময় দু’একজনকে সাথে রাখুন। ব্যস, আপনার সামনে খাবার আসবে ঠিকই, তবে তা আপনার মুখ পর্যন্ত যাবার আগেই পৌঁছে যাবে বন্ধুদের পেটে।

৪# আপনার অনেক স্বপ্ন? মডেল, অ্যাস্ট্রোনাট, নায়ক, গায়ক সব হতে চান? নিজের একটা ভালো ছবি দিয়ে বন্ধুদের এডিট করে দিতে বলুন। অ্যাস্ট্রোনাট বানানোর পাশাপাশি তারা আপনাকে স্মাগলার, টপ টেরর, গডফাদারও বানাবে।

 

৫# পকেটে হুট করে পকেটে অনেক টাকা চলে এসেছে? টাকার গরম সহ্য হচ্ছে না? আবার খরচ করার পথও খুঁজে পাচ্ছেন না। জাস্ট বন্ধুদের বলুন। কথায় আছে,

রাজার টাকায় কী করিবো পাইনে খুঁজে দিশে

হঠাৎ দেখি ট্যাঁক ঠনঠন, বন্ধুরা সব পাশে।

৬# প্রেম করতে করতে মাঝরাতে ইন্টারনেট নাই, ফোনেও টাকাও নাই। বন্ধুদের সাথে যোগাযোগ করতে পারলে রিচার্জ পেয়ে যাবেন। কেউ কেউ বলবে, বিকাশে টাকা নাই। তবে ১০ জনকে ট্রাই করলে একজন অন্তত টাকা পাঠাবে।

৭# পালিয়ে বিয়ে করে ফেলেছেন। নিজের বাড়ি, শ্বশুর বাড়ি কোথাও জায়গা নেই। বন্ধুদের বাসা আছে না! ১ মাস করে থাকলেও বছর কাভার। এরপরও বাসায় জায়গা না দিলে রি-সার্কুলেশন করুন।

৮# শর্ট নোটিশে ডেটিং টাইম। পকেট ফাঁকা, জামা কাপড়ও ধোয়া নাই। শার্ট, প্যান্ট, জুতা, ঘড়ি, সানগ্লাস আর টাকা; হ্যাঁ আশেপাশে ৬ জন বন্ধু থাকলেই পসিবল।

৯# ক্যাম্পাসে আসার পরই জানতে পারলেন আজকেই প্রেজেন্টেশন, আজকেই অ্যাসাইনমেন্ট সাবমিটের লাস্ট ডেট। এমন দিশেহারা সময় বন্ধুদের কাঁধে ভর করে পার করে ফেলার পর আপনার মনে হবেই, বন্ধুরা থাকলে সব পসিবল।

১০# অসুস্থ! বাসা থেকে বের হতে পারছেন না! সবাইকে খুব মিসও করছেন। এমন সময়ে বন্ধুরা এক একজন অবতার হয়ে আবির্ভূত হবে। বন্ধুরা দলবেঁধে বাসায় এসে আড্ডা দিয়ে যাবে, খেয়ে যাবে। আর হ্যাঁ, পাড়ার দোকান থেকে আপনার নামে একখাতা বাকিও করে যাবে।

৬৩৯ পঠিত ... ২১:৫২, অক্টোবর ০৮, ২০২০

Top