বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট খেলা 'শিক্ষা' ও পারফরম্যান্সে উন্নতির টাইমলাইন

১৩০২ পঠিত ... ২০:৫৩, সেপ্টেম্বর ১০, ২০১৯

১৯৯৭ সালে মালয়শিয়ায় আইসিসি ট্রফি জয়ের মাধ্যমে সে বছরই ওয়ানডে স্ট্যাটাস পেয়েছিল বাংলাদেশ। ১৯৯৯ সালে প্রথমবারের মতো বিশ্বকাপ খেলতে গিয়ে পাকিস্তান ও স্কটল্যান্ডকে হারিয়ে চমক লাগিয়ে দেয় বাংলাদেশ। সেই ধারাবাহিকতাতেই ২০০০ সালে দশম দল হিসেবে ক্রিকেটের অভিজাত সংস্করণে জায়গা হয় বাংলাদেশের। প্রথম টেস্টে ভারতের বিপক্ষে প্রথম ইনিংসেই ৪০০ রান করে তাক লাগিয়ে দেয় বাংলাদেশ। সেই থেকে কেটে গেছে ১৯টি বছর। 

এই দীর্ঘ সময়ে অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের সাথে ১টি করে জয় বাদ দিলে খর্বশক্তির ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে ১১টি টেস্ট জয় ছাড়া টেস্ট ক্রিকেটে তেমন কোন অর্জন নেই বাংলাদেশের। বলা হয়ে থাকে, দলটি এখনো টেস্ট ক্রিকেট শিখছে। সুদীর্ঘ এই শিক্ষাজীবনকে সংক্ষিপ্ত আকারে লিখেছেন অলি আহমেদ। eআরকির পাঠকদের জন্য থাকছে বাংলাদেশ ক্রিকেট দলের টেস্ট ক্রিকেটে শিক্ষা ও উন্নয়নের টাইমলাইন।

 

১৯৯৭: আমরা আইসিসি ট্রফি জিতেছি। আমরা আর কতদিন সহযোগী সদস্য হয়ে থাকব। শুধু ওয়ানডে স্ট্যাটাসই নয়, আমরা টেস্ট স্ট্যাটাসও চাই!

২০০০: ক্রিকেটে আমরা সম্ভাবনাময় একটা দেশ, প্রথম বিশ্বকাপেই আমরা সাবেক বিশ্বচ্যাম্পিয়ন পাকিস্তানকে হারিয়েছি। এছাড়া স্কটল্যান্ডকেও হারিয়েছি। আমাদেরকে টেস্ট স্ট্যাটাস দিতেই হবে।

২০০২: খেলায় হারজিত বড় কথা না, অংশগ্রহণই বড়। একটা ফিফটি হয়েছে আজ, গতবছর একটা হান্ড্রেডও হয়েছিল। পজিটিভ থাকতে হবে, নইলে টেস্ট ক্রিকেটে নবাগত একটি দল কীভাবে ভালো করবে?

২০০৫: জিম্বাবুয়ে আছো তাই, আমরা টেস্ট খেলে যাই। আমরা জিম্বাবুয়েকে হারিয়েছে। এভাবেই জিম্বাবুয়ের সাথে খেলে মাঝেমাঝে জিততে চাই।  

২০০৭: বড় দলগুলো আমাদের সাথে টেস্ট খেলে না, অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে আমরা টেস্ট খেলাই হয় না। আমরা ভালো টেস্ট ক্রিকেট শিখতেও পারি না। ফলে আমরা বড় দলের মত টেস্ট খেলতেও পারি না।

২০১০: এখন জিততে জিততে হারছি। একদিন হারতে হারতে জিতবো। পজেটিভ থাকা দরকার। সব দলেরই এমন সময় গিয়েছে। সবাই আমাদের পাশে থাকলেই আমরা টেস্ট ক্রিকেটে উন্নতি লাভ করব।

২০১৫: বিশ্বকাপে আমরা বিশ্বকে কাঁপিয়ে দিয়েছি। রঙিন পোশাকের পর এবার সাদা পোশাকেও গর্জে উঠবে টাইগার বাহিনী। 

২০১৭: যাক আইসিসির সুমতি হইছে। আফগানিস্তান, আয়ারল্যান্ডকে তারা টেস্ট স্ট্যাটাস দিছে। এখন তারা টেস্ট খেলবে! এবার আমাদের ঠেকায় কে? 

২০১৯: টেস্ট ক্রিকেট বুঝি একদিনেই শিখে ফেলা যায়? টেস্ট ক্রিকেট এত সস্তা না! নিউজিল্যান্ডের মতো দল প্রথম টেস্ট জিতেছিল ২৬ বছর পরে। ১৯ বছর সময়ে আমরা আর কতটুকুই শিখতে পারি! বরং আইসিসির উচিত কেনিয়া, নাইজেরিয়া, নেদারল্যান্ডসকে টেস্ট স্ট্যাটাস দেয়া!

২০৩০: খবর: টিটুয়েন্টির প্রবল প্রতাপে টেস্ট ক্রিকেট বিলুপ্ত ঘোষণা করলো আইসিসি। দেশব্যাপী বিসিবির বিজয় মিছিল...

১৩০২ পঠিত ... ২০:৫৩, সেপ্টেম্বর ১০, ২০১৯

Top