লোকটি এখানে কী করছেন? জেনে নিন সম্ভাব্য কারণগুলো!

৫৫২ পঠিত ... ১৯:০২, আগস্ট ০৫, ২০১৯

শহরের ব্যস্ত রাস্তার ফুটপাথের পাশেই ঠায় দাঁড়িয়ে থাকা দেয়ালের সাথে ঘনিষ্ঠভাবে দাঁড়িয়ে আছেন এক ভদ্রলোক। এমনই একটি ছবি বেশ কবার ঘুরে বেড়াতে দেখা গেছে ফেসবুকে। লোকটি আসলে সেখানে দাঁড়িয়ে কী করছিলেন? এই প্রশ্নের উত্তর প্রতিবার খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে eআরকি। কোন কূলকিনারা খুঁজে না পেয়ে তাই এইবার eআরকি জানতে চেয়েছিল জনতার মতামত। অনেকেই বলেছেন, ফুটপাথে দাঁড়িয়ে থাকা লোকটি কী করছিলেন তাই নিয়ে। সেসব থেকেই অপেক্ষাকৃত যৌক্তিক কারণগুলো আমরা প্রকাশ করছি সবার জন্য। জেনে নিন, লোকটি আসলে কী করছিল। 

১# অত্যাধুনিক ওয়াটারজেট কাটিং টেকনোলজি দিয়ে এই দেয়ালে একটি দরজা বানাচ্ছেন। 

২# ডেঙ্গুর উপদ্রব থেকে শহরকে বাঁচাতে দেয়ালে বসা এক এডিস মশাকে পিষে মারছেন। 

৩# দেয়ালে পিঠ ঠেকে যাওয়া ইজ টু মেইনস্ট্রিম। উনি প্রমাণ করছেন, দেয়ালে পেটও ঠেকে যেতে পারে।

৪# কষ্টি পাথর ঘষে সোনা বানাচ্ছেন। (সুস্মিতা খান)

৫# দেয়ালে উন্নয়নের বিলবোর্ড লাগানোর জন্য ড্রিল মেশিন দিয়ে ছিদ্র করছেন। (ফরিদ আহমেদ)

৬# দেয়ালটি ফুটপাথে উঠে পড়ায় সিটি কর্পোরেশনের পক্ষ থেকে দেওয়াল ঠেলে ফুটপাত দখলমুক্ত করছেন।(শহিদুল আলম রায়হান)

৭# দেয়ালে একটা ফাটল দেখা গিয়েছিলো। তিনি জৈবিক সিমেন্টের ঢালাই দিয়ে ফাটলটি ভরাট করছেন। (এশীরীয় ইহিতা)

৮# গ্লোবাল ওয়ার্মিং-এর ফলে সমুদ্রের লবণাক্ত পানি যখন এই শহরে আসবে তখন দেয়ালটি তা সহ্য করতে পারবে কি না তাই পরীক্ষা করে দেখছেন। (নাদিয়া আক্তার)

৯# আসলে দেয়ালটি রাস্তার দিকে হেলে পড়ে যাচ্ছিল। তাই উনি উনার ভুঁড়ি দিয়ে দেয়াল ঠেলে দিয়ে দেয়ালের ভারসাম্য ঠিক রাখার চেষ্টা করছেন। (শাহীন মহিউদ্দিন)

১০# দেয়ালে জমে থাকা শ্যাওলাগুলো শুকিয়ে যাচ্ছিল, তিনি উষ্ণ জল দিয়ে সেগুলোকে তরতাজা করে তুলছেন। (তৌকির আহমেদ) 

১১# দেয়ালের কান খুঁচিয়ে পরিষ্কার করছেন। (তন্ময় পাল অন্তু)

 

৫৫২ পঠিত ... ১৯:০২, আগস্ট ০৫, ২০১৯

Top