গত ১০ বছরে যে ১০ বস্তুর দাম বেড়েছে কিংবা কমেছে

১৩২৪ পঠিত ... ২১:৪৮, জুন ০৬, ২০১৮

চলতি সপ্তাহেই আমাদের মাননীয় অর্থমন্ত্রী জনাব আবুল মাল আব্দুল মুহিত ২০১৮-১৯ অর্থবছরের বাজেট ঘোষণা করতে চলেছেন। এর মাঝে গতকাল এক সংবাদ সম্মেলনে তিনি বলেছেন ‘গত ১০ বছরে বাজেটের পর কোনো পণ্যের দাম বাড়েনি, এবারও বাড়বে না।’ তার এই বক্তব্য জনমনে অনেক প্রশ্নের জন্ম দিয়েছে। তবে আমরা কি বিশেষ কোনো এক কুচক্রী মহলের ষড়যন্ত্রের স্বীকার হচ্ছি? নাকি দ্রব্যমূল্য বৃদ্ধিও নিছক বিচ্ছিন্ন ঘটনা। এ সব 'রাবিশ' এবং 'বোগাস' কথায় কান না দিয়ে বরং দেখে নিই মাত্র সাড়ে চার হাজার কোটি টাকার মত গুটিকয়েক যে সব দুষ্টু জিনিসের দামের পরিবর্তন মাননীয় অর্থমন্ত্রীর চোখ এড়িয়ে গিয়েছে। হ্রাস-বৃদ্ধির এই হিসাব কষেছেন eআরকির দাম গবেষক দলের সদস্য মাসরুর সাদীদ!

যে ৫ বস্তুর দাম বেড়েছে

১# পাওলি দাম
পাওলি দাম বেড়েছেন, অর্থাৎ গত দশ বছরে তার বয়স বেড়েছে।

২# ডলারের দাম
গত দশ বছরে বিশ্ববাজারে ডলারের দাম বেড়েছে। ২০০৮ সালে ১ ডলার এর মূল্য ছিলো প্রায় ৬১ টাকা যা বর্তমানে প্রায় ৮৫ টাকার মতো।

৩# নেইমারের দাম
২০০৮ সালে রেকর্ড ট্রান্সফার ফি ছিলো সাড়ে ৩২ মিলিয়ন পাউন্ড (রবিনহো গিয়েছিলেন ম্যানচেস্টার সিটিতে) যা ২০১৬তে গিয়েই ঠেকে ১৯৮ মিলিয়ন পাউন্ডে! নেইমারকে এত চড়া দামে বার্সা থেকে টেনে এনে দলে ভেড়ায় পিএসজি!

৪#খাদকদের দাম
ফেসবুকের খাবার বিষয়ক গ্রুপগুলোর কল্যাণে খাওয়াটাও এখন শিল্পের মধ্যেই পড়ে। রেস্টুরেন্টগুলোর ব্যবসাও আজকাল নির্ভর করে এই গ্রুপগুলো থেকে পাওয়া রিভিউয়ের উপর। অনেকে নিজেদের লোক দিয়েই গ্রুপগুলোতে রিভিউ দেয়ান কিনা, সন্দেহ জাগে তা নিয়েও। 'না খেলে পুরাই মিস' অফারগুলো কি আর আমরা এড়িয়ে চলতে পারি? ফুড রিভিউকারীদের তাই আজকাল অনেক দাম!

৫# ইউটিউব ভিউ
ইউটিউব ভিউ বেড়ে গেছে ইউটিউবের গানগুলোর! আন্তর্জাতিক সঙ্গীতে যেমন রয়েছে দেসপাসিতো, আমাদের সঙ্গীতেও চলে এসেছে 'সুউচ্চ ইউটিউব ভিউধারী' গান 'মাইয়া রে মাইয়া তুই অপরাধী রে...'

 

যে ৫ বস্তুর দাম কমেছে

১# অস্কার
অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস নয়, দাম কমেছে ব্রাজিলিয়ান ফুটবলার অস্কারের। ২০১৬তে চেলসি থেকে এশিয়ান রেকর্ড ৬০ মিলিয়ন পাউন্ডে সাংহাই এস.আই.পি.জিতে যোগ দেয়া অস্কার হারিয়ে গেছেন আলোচনা থেকেই। শুধু তাই নয়, ২০১৪ বিশ্বকাপ খেলা এই মিডফিল্ডার এবার ব্রাজিলের বিশ্বকাপ দলেও জায়গা পাননি।

২# কথার দাম
কথার দাম কমতে কমতে এখন প্রায় নেই বললেই চলে। মানুষজন পাড়ার হোটেলে খেয়ে চেক-ইন দিচ্ছে হোটেল সোনারগাঁয়, এমন কিছু তো এখন নিত্যদিনের জীবনের অংশ। আর এর কথা ওকে বলা, ওর কথা তাকে, কথা এখন এতটাই সস্তা যে যাকে খুশি তাকে যা তা কথা দিয়ে দেয়া যায়! অথচ কথার দাম বেশি ছিল বলেই সুনীলকে কেউ কথা দেয়নি দীর্ঘ ৩৩টি বছর!

৩# জায়গার দাম
জ্বি হ্যাঁ, জায়গার দাম কমেছে ঠিকই, তবে তা ভার্চুয়াল 'জায়গা'। ক্লাউড স্টোরেজের ব্যবহার বহুল প্রচলিত। কম্পিউটার কিংবা ল্যাপটপের জায়গা নিয়ে তাই আর মাথা ঘামাতে হয়না। শুধু তাই নয়, এই জায়গার আসলেও কোন দাম নেই, অর্থাৎ পুরোপুরি ফ্রি!

৪# জিপিএ-৫
এক সময় দেশে জিপিএ-৫ এর সংখ্যা থাকতো 'শ এর কোটায় আর এখন সেটা প্রতিবছরই লাখের ঘরে যায়। শিক্ষার মান নিয়ে এখন আর কারো মনে কোনো প্রশ্নও নেই, সেটিও বুঝি কবে যেন ফাঁস হয়ে গেছে! জিপিএ-৫ এর মূল্য এখন আপামর জনগণের কাছে নেই বললেই চলে। জিপিএ-৫ পাওয়াটা এমন ডালভাতের মত হয়ে গিয়েছে যে না পেলেই সেটাকে ব্যর্থতা হিসেবে দেখা হয়, অথচ যে যুগে আমাদের দেশে ছিল গোলা ভরা ধান, পুকুর ভরা মাছ, সে যুগে জিপিএ-৫ প্রাপ্তরা বিশাল ঠাঁট দেখিয়ে চলতো।

৫# 'বিশ টাকা বাড়ায়া দিয়েন' 
সম্প্রতি বাংলাদেশে রাইড শেয়ারিং অ্যাপ সার্ভিস তুমুল জনপ্রিয়তা লাভ করেছে। পাঠাও উবারের প্রোমো কোড এবং অপেক্ষাকৃত ভালো সার্ভিসের ধাক্কা সামলাতে পারছেন না অসহায় সিএনজি চালকেরা। এমনকি ন্যায্য ভাড়া চাওয়ার মত অসম্ভব কাজও আজকাল তাদের করতে হচ্ছে। দুষ্কৃতকারী এসব অ্যাপের জন্য তাই দাম কমে গিয়েছে সিএনজি চালকদের এই দামি বাক্যের- 'মিটারের চাইতে বিশ টাকা বাড়ায়া দিয়েন...'

শেষ কথা: কিছু জিনিসের দাম অপরিবর্তিতও রয়েছে। যেমন, মানুষের জীবনের দাম। আগেও শূন্য ছিল, এখনো তাই রয়েছে। 

১৩২৪ পঠিত ... ২১:৪৮, জুন ০৬, ২০১৮

Top