এবারের বাণিজ্যমেলা নিয়ে ২০টি 'অবাণিজ্যিক' মিম

১৬৫৬ পঠিত ... ২৩:০৮, জানুয়ারি ২৬, ২০১৮

ঢাকাবাসীকে হাফ ছেড়ে বাঁচতে দিতে আর কয়েকদিন পরেই শেষ হয়ে যাচ্ছে এবারের ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। গত এক মাসে বাণিজ্যমেলায় কেমন ব্যবসা-বাণিজ্য হয়েছে কিংবা আন্তর্জাতিক বাজারে এর কোন প্রভাব আদৌ পড়েছে কি না তা নিয়ে আমাদের কোন স্পষ্ট ধারণা না থাকলেও, বরাবরের মতো এবারেও যে শহরবাসীকে বাণিজ্যমেলা নাকানি চুবানি খাইয়েছে তা নিয়ে আমাদের তেমন কোন সন্দেহ নেই। কেউ গিয়ে ভিড়ের মধ্যে অস্বাভাবিক দামে কেনাকাটা করেছেন। আবার কেউ না গিয়েও জ্যামে বসে থেকে পরোক্ষভাবে মেলায় অংশ নিয়েছেন। সে যাই হোক, eআরকি তো আর আদার ব্যাপারী না যে জাহাজের খবর নেবে! তাই ব্যবসা-বাণিজ্যে মেলার প্রভাব পড়েছে কি না সে চিন্তা বাদ দিয়ে eআরকি করার জন্য আমরা গঠন করেছিলাম তিন সদস্য বিশিষ্ট এক দল। এই তিন eআরকিক মধ্য জানুয়ারির এক তপ্ত দুপুরে বারবার বাণিজ্যমেলা প্রদক্ষিণ করে খুঁজে পায় জানা-অজানা নানা কিছু। এসব নিয়েই eআরকি ডেস্কে বসে আরও তিন eআরকিক মিলে বানিয়েছে একেবারে তরতাজা বিশটি মিম।

১#

২#

৩#

৪#

৫#

৬#

৭# 

৮#

৯#

১০# 

১১#

১২#

১৩#

১৪# 

১৫#

১৬#

১৭#

১৮#

১৯#

২০#

১৬৫৬ পঠিত ... ২৩:০৮, জানুয়ারি ২৬, ২০১৮

Top