ফলোয়ার রপ্তানিতে শীর্ষে বাংলাদেশ

৬১ পঠিত ... ১৪:৩২, মার্চ ২৭, ২০২৪

12 (3)

পাট, চা কিংবা চামড়াজাত পণ্য নয়; বরং ফলোয়ার রপ্তানিতে বিশ্বে শীর্ষে চলে এসেছে বাংলাদেশ। বিশ্বের নানা প্রান্ত থেকে ফুড ব্লগার কিংবা ইনফ্লুয়েন্সাররা ছুটে চলে আসছেন বাংলাদেশে ফলোয়ার বাড়ানোর আশায়। জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের এক ভুয়া গবেষণায় উঠে এসেছে এমনই এক চাঞ্চল্যকর তথ্য। প্রায় ১০ জন ভিনদেশী ইনফ্লুয়েন্সারের উপর গবেষণা করে তারা দেখেছেন বাংলাদেশে আসার আগে এবং পরে তাদের ফলোয়ারের সংখ্যায় ঘটেছে বিস্তর ফারাক।

এই গবেষণার অংশ হিসেবে এক ইনফ্লুয়েন্সার বলেন ‘৩ বছর হলো ভিডিও বানাচ্ছি, কিন্তু কোনোভাবেই সাফল্য পাচ্ছিলাম না। পরে আমার এক আত্মীয় বললেন কিছুদিনের জন্য বাংলাদেশের রাস্তাঘাটে ঘুরে আসতে তাহলেই নাকি হবে। প্রথমে বিশ্বাস হয়নি, পরে কিছুটা সন্দেহ নিয়ে এসে যা দেখলাম তাতে তো টিনের চালে কাক, আমি তো অবাক। রাতারাতি মিলিয়ন ফলোয়ার হয়ে গিয়েছে আমার।’এই গবেষণায় আরও জানা গিয়েছে এইসব ফলোয়াররা শুধু ইনফ্লুয়েন্সারদের প্রোফাইলে নয়, বিবিসি, সিএনএনের মতো আন্তর্জাতিক সংবাদমাধ্যমের পেইজে গিয়েও ‘ফলো দিলে ফলো ব্যাক পাবেন’ জাতীয় কমেন্ট করে আসেন।  

বিষয়টি নিয়ে আমাদের স্থানীয় এক গবেষক বলেন ‘নিঃসন্দেহে বিষয়টি আমাদের জন্য গর্বের। এখন ফলোয়ার রপ্তানির মাধ্যমে বৈদেশিক মুদ্রা আয়ের একটা ব্যবস্থা করতে পারলে দেশের অর্থনৈতিক খাতের দৈন্যদশা দ্রুতই ঠিক করা যাবে।’

৬১ পঠিত ... ১৪:৩২, মার্চ ২৭, ২০২৪

Top