নির্বাচনে দাঁড়িয়ে গরিব হয়ে যাচ্ছে বাংলাদেশের কোটিপতিরা

২৪৩ পঠিত ... ১৫:৪৯, ডিসেম্বর ৩১, ২০২৩

411558434_1358450291492246_8229950306838558480_n

কাজী নজরুল ইসলাম বলেছিলেন—সকাল বেলা বাদশারে তুই ফকির সন্ধ্যা বেলা। বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থায় এসে এই গান হয়ে গেছে অনেকটা এমন—ভোটের পরে বাদশারে তুই, ফকির শুরুর বেলা।

নির্বাচনে দাঁড়িয়ে হুট করেই কোটিপতি থেকে পথের ফকির হয়ে যাচ্ছেন অনেক রাজনীতিবিদ। অসহায়, গরিব এইসব প্রার্থীদের ছবি ঘুরে বেড়াচ্ছে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় আনাচেকানাচে।

ক্রিকেট থেকে নির্বাচনের মাঠে আসা সাকিব আল হাসান ও মাশরাফি বিন মর্তুজা কাটাচ্ছেন মানবেতর জীবন।

একটি ন্যাশনাল টেলিভিশনের ইন্টারভিউতে লুঙ্গি আর স্যান্ডেল পায়ে ইন্টারভিউ দিতে দেখা যায় বাংলাদেশ ক্রিকেটের সাবেক অধিনায়ক, ই-অরেঞ্জের সাবেক ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও বর্তমান সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজাকে। যে ছবি দেখে চোখের পানি আটকে রাখতে পারবে না কোনো মানবিক মানুষ।

বাংলাদেশ ক্রিকেটের অন্যতম পোস্টারবয় সাকিব আল হাসান। দেশে ক্রিকেট খেলার পাশাপাশি বিভিন্ন আন্তর্জাতিক লীগে ক্রিকেট খেলেন তিনি। নিজের একাধিক ব্যবসা আছে। শেয়ার বাজারেও নিজেকে প্রমাণ করেছেন, শো-রুম উদ্বোধন, বিজ্ঞাপন—নানান কিছুতে তার উপস্থিতি থাকলে ভোটের আগে আগে অসহায় ফকির রূপে ধরা দিয়েছেন তিনি। এই ক্রিকেটারকে দেখা গেছে, কৃষকদের মতো পিঠা খেতে, প্লেটের অভাবে কলাপাতায় ভাত খেতে এমনকি মুচির সাথেও হাত মিলিয়েছেন তিনি।

একসময়ের জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস আহমেদকে দেখা গেছে, পাড়ার নন এসি সেলুনে অসহায়ের মতো বসে থাকতে। এমন আরও নানান প্রার্থীকেই দেখা গেছে গরিবী জীবনযাপন করতে।

বিষয়টি নিয়ে অর্থনীতি বিশেষজ্ঞ আবদুল জব্বার নিজের এক ফেক আইডি থেকে বলেন, ‘জীবনে কোটিপতি থেকে শত কোটি হতে চাইলে একটু গরিব হতে হয়। এটাই নির্বাচনী অর্থনীতি।‘

২৪৩ পঠিত ... ১৫:৪৯, ডিসেম্বর ৩১, ২০২৩

Top