কাজী সালাউদ্দিনকে আজীবনের জন্য সভাপতি হিসেবে চায় ফিফা

২৭২ পঠিত ... ১৮:৪৯, মে ২৮, ২০২৩

কাজী-সালাউদ্দিনকে (1)

দীর্ঘদিন ধরে বাফুফে সভাপতির দায়িত্ব পালন করার পর এবার তাকে নিজেদের সংগঠনে আজীবনের জন্য সভাপতি হিসেবে দেখতে চায় ফিফা। নিজেদের ভুয়া টুইটার অ্যাকাউন্ট থেকে টুইট বার্তায় #we_want_salauddin হ্যাশট্যাগ দিয়ে ব্যাপারটি নিশ্চিত করে ফিফা।

 

ঘটনার সত্যতা যাচাইয়ে বর্তমান সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে কল করা হলে তিনি কল রিসিভ করেননি। পরবর্তীতে অন্য এক কর্মকর্তার নাম্বারে মিসকল দেওয়া হলে তিনি কলব্যাক করে আমাদের বলেন, 'এই ইনফান্তিনো একটা দূর্নীতিবাজ লোক। ফিফাকে একদম ধ্বংস করে দিচ্ছে এই ব্যাটা। গণহারে মানুষজন অবসর নেওয়া শুরু করেছে এর জন্য। ফিফার সভাপতির এমন একটা পবিত্র পদে আমরা একজন সৎ লোককে চাই। আর এই ব্যাপারে আমাদের প্রথম পছন্দ আপনাদের দেশের কাজী সালাউদ্দিন স্যার। সৎ না হলে কী একটা মানুষ এতদিন এত বড় পদে থাকতে পারে, নিশ্চয়ই মানুষ তাকে ভালোবাসে।‘

অন্যদিকে ফিফার এমন ঘটনায় নড়েচড়ে বসেছে আইসিসিও। তারাও কাজী সালাউদ্দিনকে নিজেদের সংগঠনের সভাপতি হিসেবে দেখতে চেয়েছে। তবে ফুটবল ছেড়ে অন্য কোনো খেলা সম্পর্কিত সংগঠনের সভাপতি হিসেবে যোগ দিতে তেমন একটা আগ্রহ প্রকাশ করেননি কাজী সালাউদ্দিন।

২৭২ পঠিত ... ১৮:৪৯, মে ২৮, ২০২৩

Top