আইপিএলের স্ক্রিপ্ট রাইটারকে চার ছক্কা কমাতে অনুরোধ করলেন আম্পায়াররা

১৬৫ পঠিত ... ১৬:৪৮, মার্চ ২৮, ২০২৪

433465799_1796820874130074_5463862245447177474_n

চলছে আইপিএল, মাঠে চার ছক্কা ছাড়া কোনো কিছুই দেখা যাচ্ছে না। এমনকি দেখতে চাচ্ছেন না দর্শকও। বল ব্যাটে লাগলেই হচ্ছে চার অথবা ছক্কা। এমন পরিস্থিতিতে আইপিএলের স্ক্রিপ্ট রাইটারের শরণাপন্ন হয়েছেন আম্পায়াররা। একটাই অনুরোধ, স্ক্রিপ্টে চার ছক্কা একটু কম রাখতে হবে।

এ ব্যাপারে গতকাল হায়দ্রাবাদ আর মুম্বাইয়ের ম্যাচে আম্পায়ারের দায়িত্বে যে ছিলেন তিনি জানালেন, ‘আমি আমার সারাজীবনেও এতবার হাত উঠাইনি। আমার মনে হচ্ছিল আমি আমার আগের জীবন এবং বাকি জীবনের সব এক্সারসাইজ একদিনেই করছি। হাতের  ব্যথায় আমি সারারাত ঘুমোতেই পারিনি। এই বিষয়ে কীসের জন্য হাত ব্যথা হওয়ার কথা ছিল, আর কীসের জন্য হচ্ছে! স্ক্রিপ্টে এত চার ছক্কা রাখার কী দরকার বুঝি না। স্ক্রিপ্ট কেটে একটু ছোটো করার অনুরোধ জানাচ্ছি।‘

এ ব্যাপারে অন্য এক আম্পায়ার জানালেন, ‘চাইলে স্ক্রিপ্টে উইকেটগুলো সামনের দিকে নিয়ে আসা যায়। যেমন ১৫ বলে ১০ উইকেট। তাহলে আমরা সবাই মাঠে এসেই আবার নেমে যেতে পারব। ফ্যামিলিকেও সময় দেয়া যাবে।‘

১৬৫ পঠিত ... ১৬:৪৮, মার্চ ২৮, ২০২৪

Top