পাতিল ধরার জন্য অ্যাপলের লুসনি চান বাংলাদেশ বুয়া ওয়েলফেয়ার সোসাইটি

৫৮১ পঠিত ... ১৬:১৬, অক্টোবর ২০, ২০২১

apple-lusni-

অ্যাপলের তৈরি ডিভাইসের ডিসপ্লে মোছার জন্য মাইক্রোফাইবার সমৃদ্ধ ‘পলিশিং ক্লথ’ বাজারে ছেড়েছে গতকাল। সেটির দাম ১৯ ডলার। বাংলাদেশি মুদ্রায় যা ১ হাজার ৬২৭ টাকার মতো। বাংলাদেশি ভাষায় একে বলা হয়ে থাকে ‘কাচ মোছার ত্যানা’।

আমাদের দৈনন্দিন জীবনে ত্যানার কোনো বিকল্প নেই। ঘর মোছা থেকে শুরু করে চুলা থেকে পাতিল নামানোতেও এসব ত্যানা ব্যবহার করা হয়।এদিকে এই কাচ মোছার ত্যানার কথা শুনে নড়েচড়ে বসেছেন বাংলাদেশের বুয়া ওয়েলফেয়ার সোসাইটি। তারা জানান,অ্যাপলের ‘লুসনি’ এনে দেওয়ার আগ পর্যন্ত সব ধরনের কাজ তারা বন্ধ রাখবেন। রাজধানীর ধানমন্ডিতে বুয়া ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি জমিলাতুন্নেসা জানান, 'কই কাচ মুছা আর কই রান্ধার কাম...! আপনেরা কিতার লগে কিতা তুলনা করুইন? কাচ মুছতে তো ছুডু আবুও পারে, রান্দাবাড়া করতে আমরা ছাড়া কেউ পারতো না। হ্যারা যদি এত ট্যাহা দামের ত্যানা পাইতারে, আমরা লুছনি পাইতাম না কেরে?'

এ সময়ে বেতন না দিয়ে ফোনের ত্যানা কেনা এক ম্যাডামের উদ্দেশ্যে এক বুয়া বলেন, 'আইতাম না কামে। ওই ত্যানারে কইন আপনারে রাইন্ধা খাওয়াইতে'

এদিকে বুয়া সোসাইটি কাজকর্ম বয়কট করায় বেশ বিপাকে পড়েছেন জনগণ। প্ল্যানচেট করে স্টিভ জবসের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'আসছে শুক্লপক্ষের দ্বিতীয়ায় তোমরা লিংক রোড ধরে উত্তরে চলে যাও। ৭ মাইল যাবার পর দক্ষিণে মোড় নিবে। সেখানে আরও কিছু মাইল হাঁটার পর একটা অশ্বত্থ গাছ সামনে পড়বে। অসংখ্য ‘লুসনি’ রাখা থাকবে গাছের গোড়ায়। দু'হাত ভরে নিয়ে যেও। আপাতত তোমরা কাজে ফেরত যাও....'

জবসের এমন ভুংভাংয়েও বুয়ারা কাজে যোগ না দিলে অ্যাপলের লুসনি বাজারে আনার ঘোষণা দেয় প্রতিষ্ঠানটি। পাশাপাশি, বাসন মাজনি থেকে শুরু করে ঘর মোছার ত্যানার বিষয়েও আগ্রহ প্রকাশ করে অ্যাপল।

৫৮১ পঠিত ... ১৬:১৬, অক্টোবর ২০, ২০২১

Top