বর্শা নিক্ষেপ ইভেন্টে অংশ নিতে টোকিওর উদ্দেশ্যে রওনা হলেন ব্রাহ্মণবাড়িয়ার ৪ যুবক

১৬৩৫ পঠিত ... ১৯:৫৫, আগস্ট ০২, ২০২১

Borsha-nikkhep

শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের প্রথম গেটে ছোটখাটো জটলা, চারজন যুবক ট্যাঁটা হাতে সিকিউরিটর সাথে হাউকাউ করছেন। গ্যাঞ্জাম দেখে আর দশটা উৎসুক বাঙালির মতোই এগিয়ে যান আমাদের eআরকির আন্তর্জাতিক সংবাদ সংগ্রাহক। কিন্তু গিয়ে তিনি যা শুনলেন, এরপর হাসবেন না কাঁদবেন বুঝে উঠতে পারেননি।

জানা গেলো, তারা ব্রাহ্মণবাড়িয়ার ছেলে। তাদের উদ্দেশ্য টোকিও, অলিম্পিকে অংশগ্রহণ। বর্শা নিক্ষেপ ইভেন্টে অংশ নিয়ে সোনা আনতে চায় বাংলার এই সোনার ছেলেরা।

তাদের একজন বলেন, 'টিভিতে দেখছি, বল্লম ট্যাটা ছুইড়া ওরা সোনার মেডেল পায়। আর আমরা জন্মের পর থেইকাই এইসব ছুড়তাছি কিন্তু কোনো ইজ্জত পাইলাম না। নিজেদের প্রাপ্র্য সম্মান আদায় করতে যাইতেছি বলতে পারেন।'

এয়ারপোর্টে কিভাবে এলেন বা সামনে কী করবেন এই প্রশ্নের জবাবে আরেক সদস্য বলেন, 'ছোটবেলা থেকেই ট্যাঁটা-বল্লম যুদ্ধে আমরা অগ্রগামী ভুমিকা পালন করেছি। এলাকার টপ বল্লম-থ্রোয়ার আমরা। তাই গ্রামবাসী চাঁন্দা তুইলা আমাদের পাঠাইছে। আমরা তাদের নিরাশ করবো না।'

এ পর্যায়ে তিনি হাতে থাকা ট্যাঁটা সাই-সাই করে কয়েকবার ঘুরিয়ে নিজের স্কিল দেখান।

অপর একজন চোখ মুছতে মুছতে বলে, 'এইটা কোনো স্পোর্টস না ভাই আমাগো কাছে, বাপ দাদার কাছ থেকে পাওয়া স্কিল। এইগুলা আমাগো কাছে বলতে পারেন সংস্কৃতি, ঐতিহ্য। এখন শুধু টাইমমতো টোকিও পৌছাইতে পারলে সোনা রুপে তামা কাসা সব মেডেল জিইতা নিয়ে আসবো। আর নাও যদি জিতি কিভাবে মেডেল আনা লাগে ওইটা আমরা জানি।'

তবে সিকিউরিটি তাদের ট্যাঁটা হাতে ঢুকতে না দিতে চাইলে তাদের একজন 'এই যে ভাই এখনই অলিম্পিক দেখাইতেছি' বলে হাতের ট্যাঁটা ছুড়ে মারেন, যা ২০০ মিটার দূরে গিয়ে শাহজালাল বিমানবন্দরের নামফলকে গিয়ে লাগলে ঘাবড়ে গিয়ে তারা পালিয়ে যান।

১৬৩৫ পঠিত ... ১৯:৫৫, আগস্ট ০২, ২০২১

Top