'অব্যাহতি লীগ' নামে নতুন অঙ্গসংগঠন খুলতে পারেন হেলেনা জাহাঙ্গীর

১৭১৮ পঠিত ... ২০:২৯, জুলাই ২৭, ২০২১

obbahoti league

বিশিষ্ট ব্যবসায়ী হেলেনা জাহাঙ্গীরকে আওয়ামী লীগের মহিলা বিষয়ক উপকমিটি থেকে অব্যাহতি দেয়া হয়েছে। অব্যাহতি দিলেও নিজেকে রাজনীতি থেকে বাইরে রাখতে পারছেন না এই রাজনীতিবিদ। ইতোমধ্যে নিজের ফেক আইডি থেকে 'অব্যাহতি লীগ' নামের নতুন এক শাখা খোলার ঘোষণা দিয়েছেন এই গুণী রাজনীতিবিদ।

একটি সম্পূর্ণ অবিশ্বস্ত সূত্র থেকে জানা যায়, বিভিন্ন সময়ে আওয়ামীলীগের অঙ্গ সংগঠন থেকে অব্যাহতি পাওয়া, মানে পদ হারানো (ভদ্রভাবে বহিষ্কৃত) নেতাকর্মীদের নিয়ে গড়ে তোলা হবে অব্যাহতি লীগ। এরপর তারা দেশ ও দশের স্বার্থে এই প্লাটফর্ম থেকে কাজ করে যাবে। নিজের ফেক আইডি থেকে নিজেকে সভাপতি ও ছাত্রলীগের অব্যাহতি পাওয়া নেতা গোলাম রাব্বানীকে সেক্রেটারি করে একটি পূর্ণাঙ্গ কমিটিও দেন তিনি।

হেলেনা জাহাঙ্গীর বলেন, 'আমাদের অন্তরে লীগ। দল আমাদের ভুল বুঝলেও আমরা দলকে ছেড়ে কোথাও যেতে পারবো না। সেজন্যই এই তড়িৎ সিদ্ধান্ত। দল ও দেশের সেবা আমাদের করে যেতেই হবে।'

কাঁদতে কাঁদতে এই ত্যাগী নেতা বলেন, 'যদি কোনোদিন মারাও যাই, কবরবাসী লীগ নামে নতুন শাখা খুলে সেবায় নেমে যাবো। কোন কিছুই লীগ থেকে আমাদেরকে আলাদা করতে পারবে না। আমরা লাখ লাখ দেহ এক প্রাণ।'

যদি কখনো অব্যাহতি লীগ থেকে আপনাদের অব্যাহতি দেয়া হয় কিংবা বহিষ্কার করা হয়, তখন কী করবেন? এক সাংবাদিকের এমন প্রশ্নে তিনি একটি ফেক আইডি থেকে বলেন, 'সেক্ষেত্রেও আমাদের প্ল্যান বি 'বহিষ্কৃত লীগ' প্রক্রিয়াধীন আছে। বহিষ্কার করলেই কমিটি ঘোষণা করবো। পৃথিবীর কোন শক্তি লীগ থেকে আমাদের আলাদা করতে পারবে না।'

১৭১৮ পঠিত ... ২০:২৯, জুলাই ২৭, ২০২১

Top