রওশন এরশাদের সিদ্ধান্তে ওপারে আনন্দে কেঁদে দিলেন হু মু এরশাদ

১৭১ পঠিত ... ১৮:০৯, আগস্ট ২১, ২০২৩

366159945_969598204309308_4295265462232287586_n

প্রধানমন্ত্রীর সাথে জাতীয় পার্টির নেতা রওশন এরশাদের সাক্ষাতের পর নির্বাচনে আসার সিদ্ধান্তের কথা জানিয়েছেন জাতীয় পার্টি। নির্বাচনের আগে আগে এমন রওশন এরশাদের সিদ্ধান্তের কথা জানার পর ওপারে আনন্দে কেঁদে ফেলেছেন জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা ও সাবেক নেতা হুসেইন মুহম্মদ এরশাদ।

চোখ থেকে আনন্দ অশ্রু মুছতে মুছতে নস্টালজিক হয়ে পড়েন এরশাদ। নিজেকে কিছুটা সামলে তিনি বলেন, ‘নির্বাচন আসলেই এই সময়টার অপেক্ষা করি আমি। নিজের লিগ্যাসির প্রতি বিশ্বাস তৈরি হয়।‘

অতীতের কথা মনে করে এরশাদ বলেন, ‘আমি দেখেছি, সাক্ষাতই আসলে আল্টিমেট সমাধান। যখনই আমি দিকহারা হতাম, পথভ্রষ্ট হতাম তখনই আমি সাক্ষাৎ করতাম। এভাবেই সাক্ষাতের মাধ্যমে বছরের পর বছর আমি জাতীয় পার্টির ইতিহাস-ঐতিহ্যকে টিকিয়ে রেখেছি। আজ রওশন সেই হাল ধরেছে।‘

রওশন এরশাদের প্রতি শুভকামনা জানিয়ে এরশাদ বলেন, ‘অপেক্ষা করছি আরও একটি সংবাদের জন্য। এগিয়ে যাও রওশন।‘

১৭১ পঠিত ... ১৮:০৯, আগস্ট ২১, ২০২৩

Top