সোশ্যাল মিডিয়ায় আওয়ামী লীগ-বিএনপির ধাওয়া-পাল্টা ধাওয়া রিভিউ

২২৬ পঠিত ... ১৭:৫২, জুন ০৬, ২০২৩

সোশ্যাল-মিডিয়ায়

গতকাল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশের সরকারি দল আওয়ামীলীগ ও বিরোধীদল বিএনপির মধ্যে অনুষ্ঠিত হয়ে যায় সোশ্যাল মিডিয়া ধাওয়া-পালটা ধাওয়া পোস্ট। গতকাল সকালের দিকে বিএনপি নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজ থেকে ‘হারিকেন নিজেও ভাবেনি এই শতভাগ বিদ্যুতের যুগে সে তার ভরা যৌবন ফিরে পাবে।‘ পোস্টটি এই পর্যন্ত ৩৯ হাজার রিঅ্যাকশন, ২ হাজার কমেন্ট ও প্রায় ৭ হাজারের বেশি শেয়ার হয়।

জবাবে নিজেদের ইনিংসের শুরুতে ‘বাংলাদেশ আওয়ামীলীগ’ নামের ভেরিফায়েড একটি পেজ থেকে পালটা আরেকটি পোস্ট করা হয়। এই পোস্টে বিএনপি সরকারের ২০০১ থেকে ২০০৬ সালের বিদ্যুৎখাতের নানান অনিয়ম ও অব্যবস্থাপনার চিত্র তুলে ধরা হয়। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ আওয়ামীলীগের পোস্টটি ৮৫০০ রিঅ্যাকশন, ১৫০০ কমেন্ট ও ১৬০০ বারের বেশি শেয়ার হয়।

প্রথম ইনিংসের পর নিজেদের দ্বিতীয় ইনিংসের শুরুটাও ভালোভাবেই করে বিএনপি। ‘হাসিনা সরকারের উন্নতি, সন্ধ্যার পর মোমবাতি’ কপি সম্বলিত পোস্টটি এখনও পর্যন্ত ১৯ হাজার রিএ্যাকশন, ১২০০ কমেন্ট ও ৩২০০ বার শেয়ার হয়। 

নিজেদের দ্বিতীয় ইনিংসেও Past খেলার দিকেই নজর দেন আওয়ামীলীগ। খাম্বাযুগের স্মৃতিচারণ করে দেয়া এই পোস্টে ২৩০০ রিঅ্যাকশন, ৪২৭ কমেন্ট ও ৬১০ বার শেয়ার হয়। নিজেদেরকে খেলায় রাখতে আজ সকালে আরও একটি ইনিংস খেলে আওয়ামীলীগের ফেসবুক পেজ। ‘বিএনপির কাছে হারিকেন কেনো এতো জনপ্রিয়?’ এমন গবেষণাধর্মী ইনিংসটিও বেশ ভালোই স্কোর করে। সর্বশেষ খবর অনুযায়ী এক ঘণ্টায় পোস্টটি প্রায় ৬৫০ টি রিঅ্যাকশন, ১২৪টি কমেন্ট ও ৪৮টি শেয়ার হয়। 

দেশের দুই রাজনৈতিক দলের এই সোশ্যাল মিডিয়া ওয়ার নজর কাড়ে নেটিজেনদের। দুইদলের সমর্থকদের পাশাপাশি বিষয়টি নিয়ে সোশ্যাল মিডিয়ার আগ্রহের কথা জানান আম নেটিজেনরাও। এমন সোশ্যাল মিডিয়া ওয়ারকে গণতন্ত্রের জন্য বেশ উপকারী বলেও আখ্যা দিয়েছেন কেউ কেউ। এমনই একজন বলেন, ‘ওদের পোস্টে গিয়ে মজার কমেন্ট করতে পারলে ফলোয়ার বাড়ে। জিনিসটা গণতন্ত্রের জন্য আসলেই ভালো।‘

বিএনপির প্রথম ইনিংস নিয়ে নিজেদের ভালোলাগার কথা জানিয়েছেন বৈশ্বিক রাজনীতিবিদরা। এমনই একজন বলেন, ‘বিএনপি এত দারুণ সোশ্যাল মিডিয়া স্পোর্টস খেলতে পারে এটা তো আমাদের জানাই ছিলো না। আমরা ভাবতাম, বিএনপি ১৫ বছরও আগের বাংলাদেশ ক্রিকেট দল আর আওয়ামীলীগ চামিন্দা ভাস। প্রথম ওভারেই যাদের ৪ উইকেট চলে যাওয়ার কথা। কিন্তু ওরা এতো দারুণ প্রথম ইনিংস খেললো সেটি সত্যিই অসাধারণ।‘

কেউ কেউ বিএনপির এতো এতো রিঅ্যাকশনকে অটো রিঅ্যাকশন বলেও আখ্যা দিয়েছেন। এমনই একজন বলেন, ‘খেলছে ভালোই। কিন্তু আমার মনে হইছে সব রিঅ্যাকশন, কমেন্ট, শেয়ার আসলে বট দিয়ে নিছে। এইগুলা আসলে অটোরান। থুক্কু অটো রিঅ্যাকশন। এইগুলা এডিট করা যায় ভাই। আমরা অটো রানে বিশ্বাসী না।‘

আওয়ামীলীগের পেজের দ্বিতীয় ইনিংসকেও কাউন্টার অ্যাটাক অর্থাৎ পালটা ধাওয়ার ইতিহাসে একটি ক্লাসিক কেস বলে আখ্যা দিয়েছেন অনেকে। এমনই একজন বলেন, ‘শেষবার এমন কাউন্টার অ্যাটাক দেখছিলাম এমবাপ্পেকে করতে। এরপর আওয়ামীলীগ। সত্যিই চোখের শান্তি।‘

এদিকে দুইদলের এমন সোশ্যাল মিডিয়া ওয়্যার নিয়ে কিছুটা চিন্তিত দেখা গেছে সহ-সভাপতিদের একটি বিশেষ গ্রুপকে। তারা ধারণা করছেন, এভাবে সব কিছু সোশ্যাল মিডিয়ায় চলে গেলে রাজপথে কী হবে? রাজপথে যদি কাজ না থাকে তাহলে সহ-সভাপতিদের কী হবে? কীভাবে তারা সংসার চালাবে? এই ধরনের সোশ্যাল মিডিয়া স্পোর্টসকে প্রহসন, গরিব মারার স্পোর্টস ও সহ-সভাপতি পেটে লাথি দেয়ার সাথে তুলনা করেছেন তারা।

২২৬ পঠিত ... ১৭:৫২, জুন ০৬, ২০২৩

Top