বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পুতুল দিবস পালন করলো জাতীয় পার্টি

১৭৮ পঠিত ... ১৫:৩২, জুন ১০, ২০২৩

Putul-dibosh-jatio-party

আজ বিশ্ব পুতুল দিবস। জুন মাসের দ্বিতীয় শনিবার সারাবিশ্বে দিবসটি পালন করা হয়। বাংলাদেশেও এবার পালিত হয়েছে দিবসটি। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে দিবসটি পালন করে জাতীয় পার্টি। একটি সম্পূর্ণ অবিশ্বাস্য সূত্র থেকে এমনটা নিশ্চিত হয়েছে eআরকি।

সভায় প্রতিটি নেতাকর্মীকে একটি করে পুতুল উপহার দিয়েছে দলটি। ভূয়া সূত্র থেকে জানা গেছে, কাস্টোমাইজ করে বানানো এই পুতুল বানানো হয়েছে নেতাকর্মীদেরই আদলে।

দিবসটি উপলক্ষে আয়োজিত এক ভূয়া সভায় বক্তব্য রাখেন দলটির নেতাকর্মীরা। সভায় পুতুলের সংরক্ষণ ও পুতুল শিল্পকে বাঁচিয়ে রাখতে সরকারের দৃষ্টি আকর্ষণ করে দলটির এক ফেক নেতা বলেন, ‘আজকের এই পুতুল দিবসে সরকারের উচিৎ নতুন করে সিদ্ধান্ত নেয়া। ২০১৮ সালের পূনরাবৃত্তি করা, আমাদেরকে আবারও বিরোধীদল হিসেবে গ্রহণ করে নেওয়া।‘

২০১৮ সালের পর পুতুলরা তাদের সব অধিকার বুঝে পেয়ে আরাম-আয়েশে দিন কাটালেও সাম্প্রতিক সময়ে পুতুলদের প্রতি সরকার ও সংশ্লিষ্টদের অবহেলা চোখে পড়েছে। এমনটা উল্লেখ করেছে জাপার অন্য এক জুনিয়র নেতা। তিনি বলেন, ‘দেশের স্বার্থে পুতুলকে বাঁচিয়ে রাখতে হবে, আমাদের বাঁচিয়ে রাখতে হবে। নইলে আপনারা খেলবেন কী দিয়ে?’

এদিকে জাপার এমন বক্তব্যের পর মত দিয়েছেন সরকারি দলের এক নেতা। নিজের ফেক আইডি থেকে জাতীয় পার্টির উদ্দেশ্যে এই নেতা বলেন, ‘পুতুলকে আমরা সংরক্ষণ করেই রেখেছি। সময় মতো কাজে লাগাবো।‘

১৭৮ পঠিত ... ১৫:৩২, জুন ১০, ২০২৩

Top