আর্জেন্টিনা দ্বিতীয় রাউন্ডে উঠায় অবসরে যাচ্ছে গণিতবিদরা

৮১৩ পঠিত ... ১৪:০০, জুন ২২, ২০২১

arg qtr final math

'কারো শুরু কারো শেষ' এটাই জগতের নিয়ম। আর্জেন্টিনা ফুটবল টিম যখন কোপা আমেরিকার দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে ঠিক তখনই বিউগলের করুণ সুরে এক হৃদয় বিদারক মুহূর্তের অবতারণা করে অবসরে চলে যাচ্ছে গণিতবিদরা। কাগজ, কলম গুছিয়ে সবাইকে কাঁদিয়ে, নিজেরা কেঁদে টিভির সামনে বসবেন তারা।

আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে উঠা নিয়ে দীর্ঘ ৩২ বছর হিসাব নিকাশের সাথে যুক্ত রামানুজন। প্রতিবারই এমন কষ্টের মুখোমুখি হন তিনি। বিরহ কাটাতে কোকাকোলা খেতে খেতে নিজের ফেক আইডি থেকে তিনি বলেন, 'প্রতিবারই তো এই দিনটি আসে। কষ্ট লাগে। কিন্তু কী করবো, চলে তো যেতে হয়। খাতা কলম তো উঠিয়ে রাখতেই হয়। এইতো জীবন, এই তো আর্জেন্টিনা!'

নিজের কর্মজীবনের স্মৃতিচারণ করেন অন্য এক আর্জেন্টিনা ফ্যান আর্যভট্ট। তিনি বলেন, 'সে কী উত্তেজনা! এই বুঝি আর্জেন্টিনা বিদায় নিলো! আবার কোন এক ঘাতকে হিসেবে টেনে আনা। দ্বিতীয় রাউন্ডে উঠতে উঠতে আবার ধুপ করে পড়ে যাওয়ার সম্ভাবনা। এরপর অপেক্ষা অন্য কোন ড্র এর, কারো হারার কিংবা জিতার। নতুন কোন সমীকরণে আবারো আর্জেন্টিনাকে উপরে তোলার চেষ্টা। বিশ্বাস করবেন কি না জানি না, আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে সম্ভাবনা হিসেব করতে গিয়েই আমি 'শুন্য' আবিষ্কার করছিলাম।'

ফুটবলের দ্বিতীয় রাউন্ড ও কোয়ার্টার ফাইনাল নিয়ে নিজের ভাবনার কথা জানান আর্জেন্টিনা ফ্যান আইনস্টাইন। 'আমি আর্জেন্টিনার পাগলা ফ্যান' নামক একটি ফেক আইডি থেকে তিনি বলেন, 'নক আউট পর্বেও অন্তত দুইটা করে ম্যাচ রাখা হোক। তাও আর্জেন্টিনাকে নিয়ে হিসেবে বসার উত্তেজনাটা পাবো। আর্জেন্টিনা টিমটি হিসেব নিকেশ অনেক পছন্দ করে। শুধুমাত্র ফিফার নিয়ম টিয়মের কারণে পারে না।'

৮১৩ পঠিত ... ১৪:০০, জুন ২২, ২০২১

Top