কোপা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-পাবলিক ফাইনাল গোলশূন্য ড্র

৪৪১ পঠিত ... ১৭:৩৩, জুলাই ১১, ২০২১

Police-Public

কোপা আমেরিকায় আর্জেন্টিনা চ্যাম্পিয়ন হলেও কোপা ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশ-পাবলিক ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। পুলিশের রক্ষণভাগ ভেদ করে যেমন কোন পাবলিকই অ্যাটাকে আসতে পারেনি তেমনি অ্যাটাকে না আসায় পুলিশও করতে পারেনি কাংক্ষিত স্কোর। ম্যাচের প্রায় পুরো সময় জুড়ে দুদলই নিজেরা নিজেদের মাঝে পাস পাস খেলেছেন।

দিনশেষে এমন ফলাফলে বেশ সন্তুষ্ট দেখা গেছে পুলিশ দলের অধিনায়ককে। খর্ব শক্তি নিয়ে মাঠে নেমে এমন ফলাফলকে অর্জন হিসেবেই দেখছেন তিনি। ম্যাচ পরবর্তী বক্তব্যে তিনি বলেন, '৫০০-০-০ ফরমেশনে আমরা খেলতে নেমেছি এমন একটা দলের সাথে যাদের কোন ফরমেশনই নেই। যেকোন সময় যেকোন দিক থেকে অ্যাটাকে আসতে পারে। এমন একটা দলের সাথে ড্র করতে পারা আমাদের কাছে কোপা আমেরিকা জেতার চেয়েও বেশি কিছু।'

অবশ্য রক্ষণভাগ আগলে রেখে এমন খেলাকে বেশ দৃষ্টিকটু হিসেবেই দেখছেন ব্রাহ্মণবাড়িয়ার পাবলিক। দলটির অধিনায়ক এমন পরিকল্পনার সমালোচনা করে বলেন, 'এটা কোন খেলা না। আপনি যদি খেলার আগেই ঠিক করেছেন নিজেও কোন সুযোগ নিবেন না প্রতিপক্ষকেও কোন সুযোগ দিবেন না তাহলে সে খেলা না হওয়াই ভালো। এটা দর্শকদের সাথে স্পষ্ট ধোঁকাবাজি। পপকর্ণ, চানাচুর নিয়ে বসে থাকার সারাদেশ দর্শক নিশ্চয়ই এমন ম্যাড়ম্যাড়ে ম্যাচ দেখতে চায়নি।'

এমন ম্যাড়ম্যাড়ে খেলার মাঝেও অল্প কিছু অতর্কিত আক্রমণ ম্যাচে কিছুটা প্রাণের সঞ্চার করেছে। দিকবিদিক হারিয়ে ব্রাহ্মণবাড়িয়ার এক খেলোয়াড পুকুর পাড়ে পিছলা খেয়ে পড়ে যাওয়ার ঘটনায় দর্শকদের মাঝে উল্লাস দেখা গেছে। পুলিশের গুলি ছিনিয়ে নিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছোড়ার সময়ও গ্যালারি থেকে গর্জন ভেসে এসেছে।

৪৪১ পঠিত ... ১৭:৩৩, জুলাই ১১, ২০২১

Top