ব্রাজিল সাপোর্টারদের বিরুদ্ধে অবৈধভাবে গর্ত দখলের অভিযোগ আনলো ইঁদুর কমিউনিটি

১০১৯ পঠিত ... ১৪:১৯, জুলাই ১১, ২০২১

Edorer-gorto

কোপা আমেরিকা জিতে আর্জেন্টিনা সমর্থকরা যখন উল্লাস করছিলো, তখন বসতভিটা ছাড়া হচ্ছিলো হাজারো ইঁদুর। জানা যায়, ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচের দ্বিতীয়ার্ধের শুরু থেকেই বিশ্বের নানা প্রান্তে অবৈধভাবে ইঁদুরদেরকে উচ্ছ্বেদ করে গর্ত দখল করছিলো ব্রাজিল সমর্থকরা।

এমন ঘৃণ্য কর্মকান্ডের প্রতিবাদে ইঁদুর কমিউনিটির নেতারা দেশের বিভিন্ন চিপাচাপায় সভা-সমাবেশ করেছেন। সমাবেশ থেকে ইঁদুর কমিউনিটির এক জ্যেষ্ঠ নেতা বলেন, 'সকাল সাড়ে ৭টা থেকে আচমকা হলুদ জামা পরা হাজার হাজার মানুষ আমাদের বিভিন্ন কলোনিতে আক্রমণ শুরু করে। এরপর আমাদের বাসা নিজেদের দখলে নিয়ে সেখানে ঘাপটি মেরে পড়ে থাকে। এদের কাছে নিজের বসতভিটা হারিয়ে হাজার হাজার ইঁদুর আজ রাস্তায় নেমে এসেছে। থাকার জায়গা পাচ্ছে না।'

ইঁদুর কমিউনিটি থেকে শান্তিচুক্তির আহবান এনে অন্য এক নেতা বলেন, 'আপনারা নিজেদের গর্ত নিজেরা করেন, আমরা বাঁধা দিবো না। প্রয়োজনে নিজেরা জায়গা দেখিয়ে দেবো। তাও এভাবে আমাদের উপর অত্যাচার করবেন না।'

ইঁদুরের পাশাপাশি ব্রাজিল সমর্থকদের বিরুদ্ধে অনেক আর্জেন্টাইন সমর্থকও গর্ত দখলের অভিযোগ আনেন। এমনই একজন বলেন, 'গত কোপায় বানাইছিলাম গর্তগুলো। অবকাশ যাপনের জন্য মাঝে মাঝে গিয়ে আত্মগোপন করি। হুট করে আজ খবর পেলাম, আমাদের গর্তগুলোও নাকি দখল হয়ে গেছে। পৃথিবী থেকে মানবতা কি উঠে গেল নাকি!'

এই আর্জেন্টাইন ভক্তের অভিযোগের ভিত্তিতে পালটা অভিযোগ আনেন ইঁদুর কমিউনিটির অন্য এক নেতা। তিনি বলেন, 'ভাব নিয়েন না ভাই। এই গর্তগুলাও আমাদের আছিলো। গত বিশ্বকাপ আর কোপায় আপনারা যেগুলো দখল করে নিছেন।'

১০১৯ পঠিত ... ১৪:১৯, জুলাই ১১, ২০২১

Top