ব্রাহ্মণবাড়িয়ায় শুরু হচ্ছে নতুন টুর্নামেন্ট 'কোপা বিবাড়িয়া'

১৯৯৮ পঠিত ... ১২:৪৭, জুলাই ০৭, ২০২১

Kopa-BBARIA

কোপা আমেরিকার আদলে ব্রাহ্মণবাড়িয়ায় 'কোপা বিবাড়িয়া' নামে নতুন এক টুর্নামেন্ট শুরু হয়েছে। গতকাল আর্জেন্টিনা সমর্থক কর্তৃক এক ব্রাজিল সমর্থককে পেটানোর মাধ্যমে টুর্নামেন্টটির উদ্বোধন হয়।

টুর্নামেন্টটিতে ব্রাহ্মণবাড়িয়ার ৩২টি গ্রাম অংশগ্রহণ করবে। 'যাকে পাও তার সাথে খেলো' মোটো নিয়ে শুরু হওয়া এই টুর্নামেন্টের তেমন কোন ফিকশ্চার নেই। কখন কার সাথে কার খেলা শুরু হয়ে যাবে তা স্বয়ং আয়োজকরাও জানে না।

ট্যাঁটা, বল্লম, চাপাতি, দা-সহ অন্যান্য সকল ধরণের স্থানীয় প্রপস ব্যবহার করা এই টুর্নামেন্টকেই প্রকৃত কোপা বলে দাবি করছেন ব্রাহ্মণবাড়িয়ার অনেকে। জানা যায়, 'কোপা বিবাড়িয়া' হাজার বছরের পুরোনো এক ঐতিহ্যবাহী টুর্নামেন্ট। প্রজন্মের পর প্রজন্ম ধরে তারা এই খেলা খেলে আসছে। কিন্তু সঠিক ব্র‍্যান্ডিংয়ের অভাবে এই খেলা আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছাতে পারেনি। দক্ষিণ আমেরিকান এক সওদাগর ব্রাহ্মণবাড়িয়া থেকে আইডিয়া চুরি করে নিয়েই 'কোপা আমেরিকা' চালু করেছে।

এমন ইতিহাস-ঐতিহ্যের পক্ষে ব্রাহ্মণবাড়িয়ার এক নাগরিক বলেন, 'আক্ষরিক অর্থে শৈল্পিক কোপাকুপি আমরাই করি। ওরা যে ওদের টুর্নামেন্টের নাম কোপা আমেরিকা রাখছে, কই কাউকে তো কোপাইতে দেখলাম না। কোপানো দূরে থাকে, কারো হাতে কোন প্লাস্টিকের জিনিসপাতিও দেখলাম। অথচ যুগের পর যুগ আমরা ট্যাঁটা বল্লম নিয়ে এই খেলাটা ধারণ ও বহন করে যাচ্ছি।'

কোপা আমেরিকার পাশাপাশি আরো অনেক বৈশ্বিক স্পোর্টসের অরিজিন ব্রাহ্মণবাড়িয়া বলেও দাবি করেন অনেকে। বর্শা নিক্ষেপ, রাগবি, রেসলিং, স্ল্যাপ চ্যাম্পিয়নশিপসহ এমন অনেক খেলা ব্রাহ্মণবাড়িয়ানরাও শুরু করেন।

'কোপা ব্রাহ্মণবাড়িয়া' টুর্নামেন্টে বিশেষ বিবেচনায় কলম্বিয়াকেও রাখার আশাবাদ ব্যক্ত করেছে আয়োজক কমিটি।

১৯৯৮ পঠিত ... ১২:৪৭, জুলাই ০৭, ২০২১

Top